প্রসিকিউশন টিমে প্রধান কৌঁসুলিসহ এ নিয়ে ১৫ জন দায়িত্ব পেলেন।
Published : 01 Jan 2025, 08:13 PM
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অনেকের বিচার চলার মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) আরও চারজন কৌঁসুলিকে দায়িত্ব দিয়েছে সরকার।
চার আইনজীবীকে নতুন পদে দায়িত্ব দিয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
নতুন দায়িত্ব পাওয়া কৌঁসুলিরা হলেন- মোঃ আব্দুস সোবহান তরফদার, মোঃ সহিদুল ইসলাম সরদার, ফারুক আহাম্মদ ও মোঃ হাসানুল বান্না।
এদের মধ্যে সোবহান তরফদার অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, সহিদুল ইসলাম ও ফারুক আহাম্মদ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং হাসানুল বান্না সহকারী অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ এর ৭(১) ধারা অনুসারে ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য চারজনকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন চারজনসহ প্রসিকিউশন টিমে প্রধান কৌঁসুলিসহ ১৫ জন দায়িত্ব পেলেন।
আগে তিন দফায় মোট ১১ জনকে দায়িত্ব দেয় সরকার। এদের মধ্যে প্রধান কৌঁসুলি হিসেবে মোহাম্মদ তাজুল ইসলাম ও পাঁচ কৌঁসুলিকে দায়িত্ব দেওয়া হয় ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর।
ওই সময় দায়িত্ব পাওয়া কৌঁসুলিরা হলেন- মো. মিজানুল ইসলাম, গাজী মোনাওয়ার হুসাইন তামিম, বি এম সুলতান মাহমুদ ও আবদুল্লাহ আল নোমান।
দ্বিতীয় দফায় আইনজীবী মো. সাইমুম রেজা তালুকদারকে কৌঁসুলি হিসেবে দায়িত্ব দেওয়া হয় একই বছরের ৭ অক্টোবর।
এরপর ২৪ অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম মঈনুল করিম, মো. নুরে এরশাদ সিদ্দিকী, শাইখ মাহদী, তারেক আব্দুল্লাহ এবং ফরেনসিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহাকে কৌঁসুলি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
এর মধ্যে জামায়াতে ইসলামীর বিদেশি আইনজীবী হিসেবে কাজ করা টবি ক্যাডম্যানকে ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি তাজুল ইসলামের বিশেষ পরামর্শকের দায়িত্ব দেওয়া হয়েছে।
পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছাত্র-জনতার গণআন্দোলনের সময় ‘গণহত্যা’ চালানোর অভিযোগে শেখ হাসিনাসহ বেশ কয়েকজন মন্ত্রী ও নেতার বিচারকাজ শুরু হয়েছে। ‘গণহত্যার’ দুটি অভিযোগে ট্রাইব্যুনাল থেকে হাসিনাকে গ্রেপ্তারে পরোয়ানাও জারি হয়েছে।