সাংবাদিক জুলকারনাইনের ভাইয়ের ওপর হামলার ঘটনায় মামলা

চারজন অজ্ঞাতনামা ব্যক্তিকে মামলায় আসামি করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2023, 06:59 PM
Updated : 24 March 2023, 06:59 PM

যুক্তরাজ্যপ্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের (সামি) এর ভাইয়ের ওপর হামলার ঘটনার এক সপ্তাহ পর ঢাকার মিরপুর থানায় একটি মামলা হয়েছে।

হামলায় আহত মাহিনুর আহমেদ খান বাদী হয়ে শুক্রবার এ মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন মিরপুর মডেল থানার ওসি মো. মোহসিন।

তিনি জানান, রাজধানীর পশ্চিম শ্যাওড়াপাড়া এলাকার বাসিন্দা মাহিনুরের ওপর গত ১৭ মার্চ রাত ৮টার দিকে বাসার সামনের একটি মুদি দোকানে হামলার ওই ঘটনা ঘটে।

মামলায় চারজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

এদিকে হামলার পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত দাবি করে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস।

শুক্রবার দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র ব্রায়ান শিলার হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র দূতাবাস অবগত রয়েছে জানিয়ে এক বিবৃতিতে এ আহ্বান জানান।

ঘটনার এক সপ্তাহ পর দায়ের করা এজাহারে মাহিনুর ঘটনা তুলে ধরে অভিযোগ করেন, ঘটনার রাতে বাসার সামনের একটি মুদি দোকানে ঘড়ির ব্যাটারি কিনতে গিয়ে হামলার মুখে পড়েন তিনি। বিসমিল্লাহ স্টোর নামের দোকানটি থেকে বের হওয়ার পরই পেছন থেকে রড ও লাঠি হাতে তাকে এলোপাথাড়ি মারতে শুরু করে হামলাকারীরা।

“এসময় তারা বলতে থাকে, “তুমি নতুন সাংবাদিক হয়েছ, দেশ নিয়া লেখো।”

হামলায় তার বাম পায়ের লিগামেন্ট জখম হয় ও মুঠোফোনটি ভেঙে যায় বলে মামলায় উল্লেখ করা হয়।

মিরপুর থানার ওসি মহসিন জানান, ১৭ মার্চ রাতে হামলার অভিযোগ পেয়ে সেখানে পুলিশের একটি দল যায়। সেসময় ভুক্তভোগীর কাছে বিস্তারিত জানার পর তাকে থানায় লিখিত অভিযোগ করতে বলা হয়। পরে শুক্রবার তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, অভিযোগ পাওয়ার পর থেকেই তারা হামলাকারীদের শনাক্ত করতে তৎপর রয়েছেন।

পরিবারের সদস্যরা জানান, মাহিনুর সাংবাদিকতার করেন না। তাদের ধারণা, বিদেশে থাকা সংবাদিক ভাই জুলকারনাইনের কারণে এ হামলা হয়েছে।

যুক্তরাজ্যে বসবাসরত জুলকারনাইন কাতারভিত্তিক আল-জাজিরার হয়ে কাজ করেন।