এই বিসিএসে মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে।
Published : 24 Mar 2025, 05:23 PM
সরকারি চাকরিতে নিয়োগের ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৭ জুন অনুষ্ঠিত হবে।
সেদিন সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত আটটি বিভাগীয় শহরে একযোগ এ পরীক্ষা নেবে সরকারি কর্ম কমিশন-পিএসসি।
সংস্থার জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান সোমবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৭ জুন অনুষ্ঠিত হবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা নেওয়া হবে।”
পরীক্ষার হল, আসন ব্যবস্থা ও প্রার্থীদের নির্দেশনা কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) ও টেলিটকের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে বলে জানান িপএসসি কর্মকর্তা মতিউর।
প্রিলিমিনারি পরীক্ষায় প্রার্থীদের ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর করে পাবেন প্রার্থীরা। আর ভুল উত্তরের জন্য ০ দশমিক ৫০ নম্বর কাটা যাবে।
৩ হাজার ৪৮৭টি ক্যাডার এবং ২০১টি নন-ক্যাডার পদে নিয়োগ দিতে গত ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। এর আবেদন ১০ ডিসেম্বর শুরু হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়।
পরে ২৬ ডিসেম্বর সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেই অনুযায়ী ২৯ ডিসেম্বর থেকে শুরু হয় এ বিসিএসের আবেদন, চলে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
এবার প্রথমবারের মতো আবেদনের বয়সসীমা ৩২ বছর ঠিক করা হয়েছে। সেই সঙ্গে মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে। তাতে মোট নম্বর দাঁড়িয়েছে ১০০০। এছাড়া আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ২০০ টাকা করা হয়েছে।