Published : 30 Apr 2025, 03:27 PM
আরও একটি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
ঢাকার ডেমরার বাওয়ানী আদর্শ বিদ্যালয় সরকারি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়
এ নিয়ে মার্চ ও এপ্রিল মাস মিলিয়ে পাঁচটি স্কুল সরকারি করা হল।
উপসচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, “প্রচলিত বিধি-বিধানের আলোকে ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণ করা হবে। আত্তীকৃত শিক্ষক-কর্মচারীর চাকরি বদলিযোগ্য হবে না।“
গত মার্চ মাসে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া হাউজিং সোসাইটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, রাজশাহীর পবা উপজেলার রাজশাহী পাটকল উচ্চ বিদ্যালয়, চট্টগ্রামের পাঁচলাইশ উপজেলার আমিন জুট মিলস উচ্চ বিদ্যালয় ও খুলনার খালিশপুর উপজেলার ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয় সরকারি ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে মোট সরকারি স্কুলের সংখ্যা ছিল ৬৮০টি। দুইটি মাসে পাঁচটি স্কুল যোগ হওয়ায় সেই সংখ্যা দাঁড়িয়েছে ৬৮৫টিতে।