সেনা, নৌ ও বিমানবাহিনীর এ প্রদর্শনী সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।
Published : 23 Mar 2024, 10:42 PM
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকার তেজগাঁও পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কয়ারে সমরাস্ত্র প্রদর্শনী করা হবে।
আগামী ২৬ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত পাঁচ দিনের এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে বলে শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এতে বলা হয়, সেনা, নৌ ও বিমানবাহিনীর এ সমরাস্ত্র প্রদর্শনী সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পরিবারের সব সদস্যদের জন্য উন্মুক্ত থাকবে।
তবে প্রর্দশনী দেখতে আসার সময় আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক বহন করতে নিষেধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।