বিভিন্ন সময়ে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ।
Published : 18 Sep 2024, 02:26 PM
শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আরও তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে তিন হত্যার ঘটনায় ঢাকার বাড্ডা ও খিলগাঁও থানায় এসব মামলা হয়।
এ বিষয়ে পুলিশের আবেদনের ওপর শুনানি করে বুধবার তা মঞ্জুর করেন ঢাকার মহানগর হাকিম জাকী আল ফারাবী।
এদিন সকাল সাড়ে ৮টার সময় তাদেরকে কড়া নিরাপত্তায় কারাগার থেকে ঢাকার মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর রাজধানীর বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ।
বাড্ডা থানার আব্দুল জব্বার সুমন হত্যা মামলায় পলক ও আনিসুলকে গ্রেপ্তার দেখাতে গত ১১ সেপ্টেম্বর আবেদন করেন তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই জুয়েল উদ্দিন। একই মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখাতে ১৬ সেপ্টেম্বর আবেদন করে পুলিশ।
বাড্ডা বৌদ্ধ মন্দিরের সামনে তৌফিকুল ইসলাম ভূঁইয়া হত্যা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক ও পলককে গ্রেপ্তার দেখাতে ১৬ সেপ্টেম্বর আবেদন করেছিলেন বাড্ডা থানার এসআই সৌমিত্র সাহা।
এদিকে খিলগাঁও থানার গোড়ান ছাপড়া মসজিদের সামনে মাহমুদ হাসান হত্যা মামলায় সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখাতে গত ৯ সেপ্টেম্বর আবেদন করেন খিলগাঁও থানার এসআই আজিজুল হক ভূঁইয়া।
এর আগে ওই চার আসামিকে দফায় দফায় রিমান্ডে নেয় পুলিশ।