“যারা এ জমিকে আবাদযোগ্য করেছেন তারাই মালিক, ভুয়া কাগজপত্র নিয়ে হাজির হলেই মালিক হয় না,” বলেন আনু মুহাম্মদ।
Published : 07 Nov 2024, 12:07 AM
গাইবান্ধার গোবিন্দগঞ্জে তিন সাঁওতাল ব্যক্তি হত্যার বিচার ও বেদখল জমি উদ্ধারসহ সাতটি দাবি জানিয়েছ ‘সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি’।
বুধবার ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক সমাবেশে দাবি-দাওয়া তুলে ধরেন কমিটির নেতাকর্মীরা।
সমাবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বলেন, “এই দাবিগুলো কী কারণে যৌক্তিক এবং কেন অবিলম্বে দাবিগুলো মেনে নিতে হবে, সেটা জানানোর জন্যে যৌক্তিকতা তুলে ধরা দরকার। যারা খুন হয়েছেন তারা নির্দিষ্ট দাবি নিয়ে আন্দোলন করতে গিয়ে খুন হয়েছেন। সুতরাং যে যে দাবি নিয়ে আন্দোলন হয়েছিল সে বিষয়টাও গুরুত্বের সঙ্গে তুলে ধরতে হবে।”
বেদখল হওয়া জমি ফেরতের দাবি জানিয়ে তিনি বলেন, “যারা এ জমিকে আবাদযোগ্য করেছেন তারাই মালিক, কাগজপত্র তো, ভুয়া কাগজপত্র নিয়ে হাজির হলেই মালিক হয় না। সেই সত্যটা স্বীকার করে যারা জমির মূল দাবিদার, তাদের হাতে ফেরত দিতে হবে। এটা মূল দাবি।”
সাঁওতালদের ওপর নির্যাতন প্রসঙ্গে তিনি বলেন, “আমি ভিডিও দেখেছি পুলিশ আপনাদের ঘরে আগুন দিয়েছে। পুলিশ তো কারও না কারও নির্দেশে গিয়েছে সেখানে। পুলিশ নিজে নিজে যায়, মাঝে মাঝে টাকা পয়সা লোভের জন্যে, ঘুষ খাওয়ার জন্যে যায়। কিন্তু এইখানে তারা যেভাবে অপঘাত করেছে, উচ্চ পর্যায়ের নির্দেশ না পেয়ে তারা যায়নি। তাই নির্দেশদাতাদের শনাক্ত করে তাদের বিচার করতে হবে।”
সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, শিরিন হক, সামিনা লুৎফা, নাভিন মুরশিদ, জাকিয়া শিশির, জ্যোতির্ময় বড়ুয়া, রানী য়েন য়েন, মাহা মির্জা উপস্থিত ছিলেন।