হামলার জন্য আরেকটি আবাসন কোম্পানির লোকজনকে দায়ী করেছেন নিহতের চাচাতো ভাই তরিকুল ইসলাম।
Published : 13 Jan 2025, 10:31 PM
রাজধানীর খিলক্ষেতে ‘প্রতিপক্ষের হামলায়’ একটি আবাসন প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী নিহত হওয়ার অভিযোগ উঠেছে।
নিহত কাউসার দেওয়ান (৪৫) একটি আবাসন প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী ছিলেন। সোমবার দুপুরে তার ওপর হামলা হওয়ার তথ্য দিয়েছেন খিলক্ষেত থানার এসআই শাহজাহান কবির।
এসআই বলেন, বালুর মাঠ এলাকায় কাউসারের ওপর হামলা হয়। এভারকেয়ার হাসাপাতালে নেওয়া হলে দুপুর ২টা ১০মিনিটের দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে রাখা আছে।
কাউসার বরুয়া উত্তরপাড়ার মৃত আব্দুল কাদের দেওয়ানের ছেলে। তার চাচাতো ভাই তরিকুল ইসলাম বলেন, “কাউসার একটি আবাসন প্রতিষ্ঠানে চাকরি করতেন। সে বরুয়া এলাকার একটি জমিতে ওই কোম্পানির বালু ভরাটের কাজ করছিল।
“সোমবার দুপুরে সেখানে আরেকটি আবাসন কোম্পানির ১৫-২০ জন জমি দখলের জন্য হামলা চালায়। এতে কাউসার ও কবির দেওয়ান আহত হয়। এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে কাউসারকে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর কবির দেওয়ানের চিকিৎসা চলছে।”