২০২৪ সালের ১৫ অক্টোবর যাদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে, তারাই এই পদে আবেদন করতে পারবে।
Published : 28 Sep 2024, 08:11 PM
পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল বা টিআরসি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৩ হাজার ৬০০ জনকে নিয়োগ দেওয়ার এই প্রক্রিয়ায় ১ অক্টোবর আবেদন শুরু হয়ে চলবে ১৫ অক্টোবর পর্যন্ত।
গত ৮ অগাস্ট অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর বাহিনীতে নিয়োগে এটিই প্রথম উদ্যোগ।
শনিবার বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করে পুলিশ সদর দপ্তরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা কামরুল আহসান বলেন, “বিজ্ঞপ্তিটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। আজ-কালের মধ্যেই পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।”
তুমুল গণ আন্দোলনে সংঘাতে সরকারি হিসাবে সাতশরও বেশি মানুষের প্রাণহানির পর সরকার পতনের খবরে থানায় থানায় হামলা এবং পুলিশ বাহিনী অনেকটাই নিষ্ক্রিয় হয়ে যাওয়ার মধ্যে এই নিয়োগ বিজ্ঞপ্তি এল।
বিজ্ঞপ্তি অনুযায়ী, কনস্টেবল পদে আগ্রহী প্রার্থীদের এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, আর কমপক্ষে জিপিএ ২.৫ থাকতে হবে।
২০২৪ সালের ১৫ অক্টোবর যাদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে, তারাই এই পদে আবেদন করতে পারবে। এ ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য বিদ্যমান কোটা অনুসৃত হবে।
সাধারণ আবেদনকারীদের পুরুষ প্রার্থীর উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার ক্ষেত্রে তা হবে ৫ ফুট ৪ ইঞ্চি।
নারী প্রার্থীর উচ্চতা মেধা কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি।
শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে।
সাধারণ ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার ক্ষেত্রে চাকরি প্রার্থীদের বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি।
বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি। দৃষ্টিশক্তি ৬/৬।
কোটায় কত শতাংশ নিয়োগ হবে- এই প্রশ্নে পুলিশ সদর দপ্তরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা কামরুল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গেজেটে যেভাবে উল্লেখ করা আছে, সেভাবেই কোটার বিষয়টি প্রযোজ্য হবে।”
আবেদনকারীদেরকে বাংলাদেশের নাগরিক ও অবিবাহিত হতে হবে; তালাকপ্রাপ্তরাও আবেদন করতে পারবে না।
আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটের (police.teletalk.com.bd) মাধ্যমে আবেদন করতে হবে। এই ওয়েবসাইটে আবেদন ফরম পূরণের সহায়ক হিসেবে ভিডিও টিউটরিয়াল এবং ফরম পূরণের নির্দেশনা দেওয়া হয়েছে।
আবেদন ফরম পূরণ করার পর যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন। ওই ইউজার আইডিতে আবেদন ফরম পূরণের ৪৮ ঘণ্টার মধ্যে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ৪০ টাকা জমা করতে হবে।
সরকারের পালাবদলে পুলিশি ব্যবস্থা ‘পুনর্গঠনে’ বাহিনীটিতে ব্যাপক রদবদল চলছে। গ্রেপ্তার, চাকরি থেকে অব্যাহতির মধ্যে আগস্ট থেকে সর্বশেষ খবর অনুযায়ী ১৮৭ জন পুলিশ সদস্য কর্মস্থলে উপস্থিত হননি বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এর মধ্যে পুলিশের সর্বনিম্ন স্তরের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হল।
তবে পুলিশ সদর দপ্তরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা কামরুল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটি নিয়মিত নিয়োগ প্রক্রিয়া। এটি বর্তমান পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত নয়।”