বিভিন্ন গুণীজনের নামে একাডেমি পরিচালিত পুরস্কার দেওয়া হয় সাতজনকে।
চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেল, অভিনেত্রী ফালগুনী হামিদ ও সাংবাদিক মোজাম্মেল হোসেন মঞ্জুসহ সাতজন বাংলা একাডেমির ফেলোশিপের জন্য মনোনীত হয়েছেন।
রোরবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকতা, সংস্কৃতি, আদিবাসী গবেষণা, মুক্তিযুদ্ধ, চলচ্চিত্র এবং চিকিৎসাবিজ্ঞানে ফেলোশিপপ্রাপ্তদের নাম জানিয়েছে বাংলা একাডেমি।
আগামী ২৫ নভেম্বর একাডেমির সাধারণ পরিষদের ৪৬তম বার্ষিক সভায় সাতজনের হাতে সাম্মানিক ফেলোশিপ তুলে দেওয়া হবে।
চলতি বছরে ফেলোশিপ পাওয়া ব্যক্তিদের মধ্যে সাংবাদিকতা ক্যাটাগরিতে ফেলোশিপ পেয়েছেন মোজাম্মেল হোসেন মঞ্জু। সংস্কৃতিতে অভিনেত্রী ফালগুনী হামিদ।
এ কে শেরাম ফেলোশিপ পেয়েছেন আদিবাসী গবেষণায়, ফোকলোরে মো. আলম দেওয়ান, চলচ্চিত্রে তানভীর মোকাম্মেল, মুক্তিযুদ্ধে আক্কু চৌধুরী এবং চিকিৎসাবিজ্ঞানে পেয়েছেন ডা. হালিদা হানুম আখতার।