আগামী বছরের ১ ও ২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সড়ক মোহনায় জাতীয় কবিতা উৎসব হবে বলে জানান কবি মোহন রায়হান।
Published : 20 Aug 2024, 08:23 PM
সরকার পতনের পর দেশজুড়ে চলা অস্থির সময়ে জাতীয় কবিতা পরিষদের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে নতুন আহ্ববায়ক কমিটি ঘোষণা করেছেন কবিদের একটি অংশ।
নতুন কমিটি আগামী ফেব্রুয়ারিতে ‘বৈষম্য মুক্তির জন্য কবিতা’ স্লোগানে জাতীয় কবিতা উৎসব আয়োজনেরও ঘোষণা দিয়েছে।
গত ১৪ অগাস্ট কবি মোহন রায়হানকে আহ্বায়ক ও কবি রেজাউদ্দিন স্টালিনকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
কবি মোহন রায়হান নিজেই এই তথ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
২০২৩ সালের ২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণে ৩৫তম জাতীয় কবিতা উৎসবের সমাপনী দিনে ২০২৩-২০২৫ কবিতা পরিষদের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছিল। সেখানে কবি মুহাম্মদ সামাদকে সভাপতি এবং কবি তারিক সুজাতকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছিল।
সেই কমিটিকে কোন প্রক্রিয়ায় বাতিল করে আহ্ববায়ক কমিটি করা হয়েছে জানতে চাইলে মোহন রায়হান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা কবিতা পরিষদকে আওয়ামী ফ্যাসিবাদের সহযোগী বানিয়ে ফেলেছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের পরিবর্তিত প্রেক্ষাপটে জাতীয় কবিতা পরিষদ পুনর্গঠনের উদ্যোগ নেয়া হয়েছে।”
তিনি বলেন, “গত ১৪ অগাস্ট প্রতিষ্ঠাকালীন সংগঠকদের নেতৃত্বে কবি ও কবিতাপ্রেমিদের এক জরুরি সভা হয়। সেখানে ২৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পরে ১৭ অগাস্ট আহ্বায়ক কমিটির সভায় সর্বসম্মতিক্রমে আরো ২০ জন সদস্য বৃদ্ধির সিদ্ধান্ত হয়।”
এ বিষয়ে জানতে কবি মুহাম্মদ সামাদের মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি। কবি তারিক সুজাতের ফোনও বন্ধ পাওয়া গেছে।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই আহ্বায়ক কমিটির নেতৃত্বে জাতীয় কবিতা উৎসব করার কর্মসূচি ঘোষণা করা হয়।
লিখিত বক্তব্যে কবি মোহন রায়হান বলেন, “আগামী কবিতা উৎসব সফল করার লক্ষ্যে গণতন্ত্রকামী-প্রগতিশীল কবিদের ঐকবদ্ধভাবে জাতীয় কবিতা পরিষদের স্বৈরাচারমুক্ত জেলা-উপজেলা কমিটি গঠনের মাধ্যমে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে। এর মধ্য দিয়ে সারাদেশে নিয়মিত কবিতা পাঠের আসর, সেমিনার-সিম্পোজিয়াম ও পত্রিকা প্রকাশ করা হবে।”
তিনি জানান ‘বৈষম্য মুক্তির জন্য কবিতা’ এই স্লোগান ধারণ করে আগামী বছরের ১ ও ২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সড়ক মোহনায় জাতীয় কবিতা উৎসব হবে।
জাতীয় কবিতা পরিষদের দখলদার ও স্বৈরাচারী কতিপয় নেতৃত্বের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ ও তাদের আইনের আওতায় আনারও দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রেজাউদ্দিন স্টালিন, কবি মতিন বৈরাগী, কবি হাসান হাফিজ প্রমুখ।