ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উৎসব আমেজে নিজেদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান বড়দিন উদযাপন করছে দেশের খ্রিস্টান সম্প্রদায়।
সব গির্জা ও বড় বড় হোটেল রঙিন বাতি আর ফুল দিয়ে সাজানো হয়েছে। খ্রিস্ট ধর্মে বিশ্বাসীদের অনেকের ঘরেই বসানো হয়েছে প্রতীকী গোশালা। বেথলেহেমের গরিব কাঠুরের গোয়াল ঘরেই যীশু খ্রিস্টের জন্ম। সে কথা স্মরণ করে বাড়িতে ধর্মীয় আবহ সৃষ্টি করতেই এটি করেন যীশুর অনুসারীরা।
যীশুর জন্মতিথি ২৫ ডিসেম্বরকে প্রতিবছর আনন্দ-উৎসবের মধ্য দিয়ে বড়দিন হিসাবে পালন করে বিশ্বের খ্রিস্টান স