অনুবাদ ও ভূমিকা: তামান্না আক্তার
Published : 20 Apr 2024, 02:35 PM
পিনা পিকোলো যুক্তরাষ্ট্রভিত্তিক দ্বিভাষিক (ইংরেজি, ইতালীয়) প্রাবন্ধিক, অনুবাদক এবং সক্রিয় সাংস্কৃতিক কর্মী। কর্মসূত্রে জীবন যাপন বিভাজিত হয়ে আছে ইতালি এবং ক্যালিফোর্নিয়ায়। তিনি The Dreaming Machine-এর একমাত্র সম্পাদক এবং ইতালিয় ভাষায় প্রকাশিত La Macchina Sognante শীর্ষক সাহিত্য সাময়িকীরও একজন প্রতিষ্ঠাতা ও সম্পাদক। পিনার লেখা ডিজিটাল এবং প্রিন্ট উভয় জার্নাল (সাময়িকী) এবং সংকলনে প্রকাশিত হয়ে আসছে। তিনি তার অল্পবয়সেই রাজনীতির প্রতি তার আকৃষ্ঠ হওয়ার অন্যতম কারণ তিনি বুঝতে পেরেছিলেন রাজনীতির সাথে ক্ষমতা এবং ন্যায়বিচারের গভীর সম্পর্ক জড়িয়ে আছে।
নিচে প্রকাশিত প্রথম কবিতাটি পিনার Human Bestiary (মনুষ্য উপকথা) সিরিজ থেকে সংগ্রহ করা হয়েছে, এই সিরিজটিতে তিনি মানুষ এবং পশুর মধ্যে যে প্রাগৈতিহাসিক মিল রয়েছে তা অত্যন্ত দক্ষতার সাথে সহজ অথচ গুরুগম্ভীর ভঙ্গিতে ফুটিয়ে তুলেছেন। তিনি এই সিরিজটিতে সফলভাবে আধুনিক প্রযুক্তিনির্ভর শব্দ ব্যবহার করেছেন, বর্তমান যুগের মানুষের মানবিক ও নৈতিক সংকটকে তুলে ধরার একটি কৌশল হিসাবে।
দ্বিতীয় কবিতাটি নেয়া হয়েছে AVATARS IN THE INTERREGNUM -13 Poems by Pina Piccolo (অবতারের বিরতি) থেকে। এই সিরিজের কবিতাগুলো একপ্রকার সঙ্কটকে ঘিরে “সঙ্কটটি সুনির্দিষ্টভাবে এই বাস্তবতায় গঠিত যে পুরানোটি বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং নতুনের জন্ম হতে পারছে না; এই অন্তঃসত্ত্বা অবস্থায় বিভিন্ন ধরনের রোগের লক্ষণ দেখা দেয়।" (আন্তোনিও গ্রামসি)
সম্প্রতি সানা ডার্গমৌনি ও পিনা পিকোলোর ইতালিয় অনুবাদে প্রকাশিত হয়েছে মাহমুদ দারবিশ-এর কবিতা সংকলন।
আলোর ব্যর্থ জরায়ু (The Failing Uterus of Light)
আলোর ব্যর্থ জরায়ু
পুরুষত্বহীনতার শোকে মাতম
নক্ষত্ররা যেমন দাঁত ঘষে ঘষে
তাদের দূরবর্তী গভীরতায় নিমজ্জিত হয়
যখন, রোগ সংক্রমণ দ্বারা ছড়ায়,
পথটির পাক খুলে যায়
দুষ্ট জীবাঞ্চল দ্বারা পরিচালিত
এবং নিহত মস্তিষ্কের কুয়াশা
এক নতুন যুগে উদিত হচ্ছে
অতিকায় বন্য শূকরেরা
এবং ভবঘুরে গরুর পাল
কৌশলে এড়িয়ে যায় শিকারীকে
উদ্দাম হেলিকপ্টারের উপরে
নৃশংসতায় ঘিরে থাকা
একটি প্রজাতি খাদের প্রান্তে টলতে থাকে।
জীবনকে আঁকড়ে ধরা (Clutching at life)
তাদের ফুসফুস নিয়ে
তথাকথিত মৃতরা যখন উঠবে
রাতের গভীরে আমাদের তাড়িয়ে নিতে
বাতাসের জন্য মুমূর্ষু
তাদের চোখ আতঙ্কে ভরা
জীবনকে আঁকড়ে ধরে
যেন তারা দ্রুত ছুটে যায়,
আমরা কি তাদের কাছে ভিক্ষা চাইবো
যেন তারা শান্তভাবে ফিরে আসে
তাদের কথিত স্বর্গে
এবং জাহান্নামে
এবং আমাদের ছেড়ে যেতে
আমাদের পার্থিব অঙ্গনে,
কাঁটার আঘাতে
আমাদের কপাল থেকে রক্ত ঝরে
আমাদের বিবেকে আঁচড় কাটছে
যা কোন মলম কি কখনও প্রশমিত করতে পারে?