Published : 09 Jun 2022, 06:15 PM
চিত্রকর্ম. সালভাদর দালির Woman sleeping in the landscape
তুমি শুয়ে থাকবে, আমি পাশে বসে থাকবো, এটাই জীবন।
তুমি খেই হারিয়ে ফেলবে, আমি ঢেউয়ে খেই খুঁজতে বেরুবো।
পথে দানবীয় মাছ দেখে পাশ কেটে আটলান্টিসের ফেলে যাওয়া
ঘর বাড়ি ছোঁবো।
তারা কী বেড়াতে গেছে, ফিরে আসবে জল নেমে গেলে?
অথবা জলের মধ্যে স্টার ফিশ হয়ে বসে আছে যুগ তামামীর?
তুমি চোখ বুজে থাকবে, ঘুমের আগুনে রথে মেলে রাখবে ডানা,
আমি প্রস্তর ঠুকে রথের আলোটিকে নিভতে দেবো না
যদি জেগে উঠো তুমি, ডানা ঝাপটাও, যদি জাগে নেভা সভ্যতা,
এটাই জীবন বলে মানি।
৮ জুন ২০২২