Published : 11 May 2022, 12:55 PM
It was the best of times, it was the worst of times. . .
(A Tale Of Two Cities, Charles Dickens, 1859)
সে ছিলো সময় সেরা, প্রবল দুঃসময় হার মেনে যেতো,
প্রজ্ঞার কাল ছিলো, ছিলো কাল নির্বুদ্ধিতার,
বিশ্বাসী যুগ ছিলো, অবিশ্বাসে দীর্ণ ছিলো সমুদ্র-হিমাচল,
আলো ঝলমলে ঋতু, চারিদিকে অন্ধকার,
আশার বসতি ছিলো বসন্তের, শীত ছিলো ভরা হাহাকার,
আমাদের সামনে ছিলো চারিদিক খোলা,
যা কিছু দেখতে পাই তার পুরোটা অচল,
আমরা যেনো সরাসরি স্বর্গের পথিক,
অথবা পায়ে পায়ে সকলেই যাচ্ছি ঠিক উল্টো দিক,
বস্তুত, যদি বলি স্বল্প কথায়,
এ সময় ছিলো বুঝি আমাদেরি আলমারিতে তোলা
এতোটাই পরিচিত, কোলাহল-প্রবণ আমাদের কিছু পন্ডিত
শিখর আর গভীর গিরিখাত উদ্বেল
চরমার্থে তুলনা ছাড়া বর্ণনা হতো না যে তার।
(চার্লস ডিকেন্সের এ টেল অফ টু সিটিজ-এর অনুসরণে)