Published : 21 Jul 2021, 04:45 PM
কিছুই করিনি চরাচরে, আত্মরক্ষা ছাড়া।
সান জু-র যুদ্ধবিদ্যা শিখিনি কখনো।
নিজেকে রক্ষার তাগিদেও তর্জনী তুলিনি।
সমাজের অন্যসব শীর্ষ নাবিকেরা পড়লেও
ম্যাকিয়াভেলির যুবরাজ, তাঁকে উৎসর্গিত
পুঁথিটিকে খুলেও দেখেননি বলে জানি।
মেলেনি রাজকৃপা, চাকরিও অন্য মেডিচির।
জোটেনি আমন্ত্রণ পূজা-পার্বণে প্রাসাদের।
বাঁশের কেল্লায় ঢুকে চোখ বুঁজলেই
ঐতিহাসিক ক্ষমা পেয়ে যাবো এটাই ভেবেছি।
শিরস্ত্রাণ কনকুইস্টাডোরের আর ঘোড়া দেখে
শিউরে উঠে বিস্মৃত হয়েছি বিধাতাকে।
বরফ নামার আগে সেন্ট পিটার্সবার্গ থেকে
চলে যাওয়া কষ্টকল্পিত হবে বুঝিনি সম্রাট:
পালিয়ে যাবার নাম বেঁচে থাকা,
ভিন্ন দিনের জন্যে, অবশিষ্ট সেটাই।
ভুলে গেছি বল্লম ছুঁড়তে গেলে
এক পা পিছাতে হয়, মাগো,
এক চোখ বন্ধ করে লক্ষ্যস্থির কতোটা জরুরি।
আক্রমণ করা ছাড়া আক্রান্তের শেষাবধি
বিকল্প থাকে না, চরাচরে।
৯ জুলাই ২০২১