Published : 09 Aug 2021, 02:37 PM
চিত্রকর্ম: আঁদ্রে ম্যাসন
সরলরৈখিক
সরলতাপ্রিয় বলে যে রেখাকে তুচ্ছ তুমি ভেবেছো বিদ্বান
সেখানেই মিশে আছে বাঁকা বিন্দুগুলি।
লিনিয়ার বলে যাকে তাচ্ছিল্য করেছো ভাঙা দিনে
উল্টোরথে তোমাকেই ফেলে যায় তারা।
হায় সমসারা. . .
দেয়াল টপকে যারা শহরে এসেছে, অচেনা, বিভোল,
তারা আজো জলাশয় খোঁজে।
যে ভেড়ার দল আজো বৃষ্টিতে স্থানু হয়ে থাকে–
জানে না কেমন করে ধূসরতা পেযে যায় শুভ্র পশম,
অজ্ঞাত বিভ্রম. . .
স্বপ্নগুলি ভুল করে ভাঁজ তারা করেনা কখনো,
বুকে ধরে রাখে সব নিঃসাড়, নিপাট:
কিছু নির্ভরতা থাকে বৃষ্টির অধিক;
উঠোনে যে ভেজা পিঁড়ি, সেও প্রেমাধিক।
প্রাচীর পেরিয়ে আসা জ্ঞানশুন্য দিগ্বিদিক;
বেঁকে যায়, বেঁকে যায় সব কিছু সরলরৈখিক।
৩০ জুন, ২০২১