বাংলাদেশ

কোভিড-১৯: দেশে মৃত্যু বেড়ে ২৫০

Byনিজস্ব প্রতিবেদক
File Photo

মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬৭৭৩ টি নমুনা পরীক্ষা করে ৯৬৯ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৬ হাজার ৬৬০ জন।

আক্রান্তদের মধ্যে আরও ১১ জন গত এক দিনে মারা গেছেন। ফলে কোভিড-১৯ এ দেশে মৃতের সংখ্যা বেড়ে ২৫০ জন হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা মঙ্গলবার দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

তিনি জানান, সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে আরও ২৪৫ জন গত এক দিনে সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ৩ হাজার ১৪৭ জন সুস্থ হয়ে উঠলেন।

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে গত ৮ মার্চ; তার দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু।

অধ্যাপক নাসিমা জানান, গত এক দিনে যে ১১ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে একজন ছিলেন ৮০ বছরের বেশি বয়সী। দুইজনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে; ৫ জন ছিলেন ৬১ থেকে ৭০ বছরের মধ্যে; তিনজন ছিলেন ৫১ থেকে ৬০ বছর বয়স শ্রেণির মধ্যে। 

গত ২৪ ঘণ্টায় ৩৮টি ল্যাবে মোট ৬ হাজার ৭৭৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, নমুনা পরীক্ষায় নতুন করে যুক্ত হয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব।

গত এক দিনে আরও ২৪৫ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে। বর্তমানে সারা দেশে ২ হাজার ৩৬১ জন আইসোলেশনে রয়েছেন।

 

পুরনো খবর

SCROLL FOR NEXT