বগুড়ায় জয়ী মির্জা ফখরুল, ধরাশায়ী হিরো আলম
বগুড়া প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Dec 2018 12:06 AM BdST Updated: 31 Dec 2018 12:19 AM BdST
বগুড়ার সাতটি আসনের মধ্যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট চারটি ও বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট দুটি আসনে বিজয়ী হয়েছে। এছাড়া খালেদা জিয়ার আসনে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন।
মহাজোটের চারটির মধ্যে দুটি আওয়ামী লীগ ও দুটি জাতীয় পার্টির আসন।
বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে আওয়ামী লীগের আবদুল মান্নান দুই লাখ ৬৭ হাজার ৪৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কাজী রফিকুল ইসলাম পেয়েছেন ১৬ হাজার ৬৯০ ভোট।
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মহাজোট থেকে জাতীয় পার্টির প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহ (লাঙ্গল) এক লাখ ৭৮ হাজার ৩৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় ঐক্যফ্রন্ট থেকে বিএনপি নেতা মাহমুদুর রহমান মান্না পেয়েছেন ৬২ হাজার ৩৯৩ ভোট।
বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে মহাজোট প্রার্থী জাতীয় পার্টির নুরুল ইসলাম তালুকদার (লাঙ্গল) এক লাখ ৫৭ হাজার ৭৫৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাছুদা মোমিন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৮ হাজার ৬৪৪ ভোট।
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপির মোশারফ হোসেন এক লাখ ২৬ হাজার ৭২২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাসদের (ইনু) এ কে এম রেজাউল করিম তানসেন নৌকা প্রতীক নিয়ে ৮৪ হাজার ৬৭৯ ভোট পেয়েছেন। এ আসনে আলোচিত স্বতন্ত্র প্রার্থী (সিংহ মার্কা) আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম পেয়েছেন ৬৩৮ ভোট।
বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে তিন লাখ ৩২ হাজার ৮১৩ ভোট পেয়ে আওয়ামী লীগের হাবিবর রহমান জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ ৪৭ হাজার ৪০১ ভোট পেয়েছেন।
বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই লাখ পাঁচ হাজার ৯৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির নূরুল ইসলাম ওমর পেয়েছেন ৩৮ হাজার ৯৬১ ভোট।
বিএনপি শূন্য বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) রেজাউল করিম বাবলু এক লাখ ৮৯ হাজার ৩৮ ভোট পেয়ে
বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরেক স্বতন্ত্র প্রার্থী (ডাব) ফেরদৌস আরা খান ৬৪ হাজার ২৯২ ভোট পেয়েছেন। এছাড়া মহাজোট প্রার্থী জাতীয় পার্টির মুহম্মাদ আলতাফ আলী (লাঙ্গল) পেয়েছেন ২৬ হাজার ৫৪ ভোট।
বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ফয়েজ আহম্মদ রাত সাড়ে ৯টার দিকে বেসরকারি এ ফলাফল ঘোষণা করেন।
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
সর্বাধিক পঠিত
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- মোবাইল থেকে ব্যাংকে টাকা পাঠানোর সীমা নির্ধারণ
- এক ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিশার্লিসন
- আত্মহত্যায় প্ররোচনা: হেনোলাক্সের নুরুল আমিন ও স্ত্রী গ্রেপ্তার
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’