মাগুরায় আ. লীগের মিছিলে হামলা, অফিস ভাংচুর

মাগুরার শালিখা ও মহম্মদপুর উপজেলায় আওয়ামী লীগ প্রার্থী বীরেন শিকদারের চারটি নির্বাচনী অফিস ভাংচুরের ঘটনা ঘটেছে।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2018, 06:20 PM
Updated : 24 Dec 2018, 06:20 PM

এছাড়া একটি নির্বাচনী মিছিলে হামলা ও বোমাবাজির ঘটনায় ১০ আওয়ামী লীগ কর্মী আহত হয়েছেন।

সোমবার রাতে এসব ঘটনা ঘটে বলে মহম্মদপুর থানা ও শালিখা থানা

পুলিশ জানিয়েছে।

আহতদের মধ্যে দুই জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

শালিখার চতুরবাড়ীয়া গ্রামের আওয়ামী লীগ কর্মী লিটন হোসেন বলেন, রাত ৮টার দিকে শালিখা উপজেলার চতুরবাড়ীয়া বাজারে আওয়ামী লীগের একটি নির্বাচনী মিছিলে পেছন থেকে হামলা চালায় প্রতিপক্ষের সমর্থকরা।

“এ সময় তারা মিছিলের ভেতর একাধিক বোমা বিস্ফোরণ ঘটিয়ে আওয়ামী লীগের কমপক্ষে ১০ কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে।”

আতহদের মধ্যে গুরুতর জখম অবস্থায় ভুট্ট মিয়া ও আক্তার হোসেন নামে দুইজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।

এদিকে, মহম্মদপুর উপজেলা আয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম বলেন, সন্ধ্যায় মহম্মদপুর উপজেলার বিনোদপুর ও বাবুখালী ইউনিয়নে আওয়ামী লীগের তিনটি নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ভাংচুর চালিয়েছে প্রতিপক্ষ সমর্থকরা।

মহম্মদপুর থানার ওসি রবিউল হোসেন ও শালিখা থানার ওসি তরীকুল ইসলাম ঘটনার সত্যাতা নিশ্চিত করেছেন।

তারা বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।