সরকারি দলের কয়টি আসন চাই, প্রশ্ন মিনুর

আওয়ামী লীগ জোর করে ভোটে জিততে চাইছে বলে অভিযোগ করেছেন রাজশাহী-২ আসনে ধানের শীষের প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান মিনু।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2018, 02:57 PM
Updated : 24 Dec 2018, 03:20 PM

সোমবার রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের সঙ্গে রিটার্নিং কর্মকর্তার মতবিনিময় সভায় ক্ষোভ ঝাড়েন তিনি।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মিনু রিটার্নিং কর্মকর্তার উদ্দেশে বলেন, “ক্ষমতাসীন দল রাজশাহীতে কয়টি আসন চায়, সেটি আমাদের বলে দিন; ওই আসনগুলোতে আমরা ভোট করব না।”

মিনু ধানের শীষের পোস্টার, ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলা, নেতাকর্মীদের গ্রেপ্তার, হয়রানি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ তোলেন।

পুলিশ ও ক্ষমতাসীন দলের প্রার্থীর লোকজন এ সব কর্মকাণ্ড চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

মিনুর বক্তব্যের পর রিটার্নিং কর্মকর্তা বলেন, “যা অভিযোগ আছে সেগুলো লিখিত দেন। আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।”

জেলা প্রশাসক বলেন, “সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে আমরা চেষ্টা করছি। এখন পর্যন্ত রাজশাহীতে নির্বাচনী মাঠের পরিবেশ সুন্দর রয়েছে। আশা করছি প্রতিদ্বন্দ্বিপূর্ণ নির্বাচন হবে।”

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন রাজশাহী-৫ আসনে নৌকার প্রার্থী মনসুর রহমান, রাজশাহী-৩ আসনে ধানের শীষের প্রার্থী শফিকুল হক মিলন, রাজশাহী-৪ আসনে ধানের শীষ প্রার্থী আবু হেনা, ইসলামী আন্দোলন বাংলাদেশের তাজুল ইসলাম, সিরাজুল করিম প্রমুখ।

এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা সহকারী রিটার্নিং অফিসার ফরিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুলকার নাইন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর কবির, রাজশাহী-২ আসনের সহকারী রিটার্নিং অফিসার পারভেজ রায়হান প্রমুখ।