প্রচারে বাধা পাওয়ার অভিযোগ নিয়ে ইসিতে বাম জোট

সারাদেশে অন্তত ১০টি আসনে জোটের প্রার্থীদের প্রচারে বাধা দেওয়া হয়েছে বলে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Dec 2018, 09:10 AM
Updated : 15 Dec 2018, 09:43 AM

বামদের গণসংযোগে বাধা-হামলা, পোস্টার ছিঁড়ে ফেলার এসব অভিযোগ ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মী ও পুলিশের বিরুদ্ধে এসেছে।

৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনে আটটি বাম দল জোট বেঁধে অংশ নিচ্ছে।

শনিবার দুপুরে বাম জোটের কেন্দ্রীয় নির্বাচনী পরিচালনা কমিটির সমন্বয়ক ও সিপিবির সাধারণ সম্পাদক শাহ আলম নির্বাচন কমিশনে গিয়ে লিখিত অভিযোগ দিয়ে আসেন।

তিনি ইসি সচিবের সঙ্গে দেখা করতে চাইলেও কমিশন সভায় চলায় সেই সুযোগ না পাওয়ার পর ইসির ডেসপাস সেকশনে চিঠিটি দিয়ে আসেন।

ঢাকা-৬, ঢাকা-১২, ঢাকা-১৩, ঢাকা-১৪, ঢাকা-১৭, পটুয়াখালী-৪, কুষ্টিয়া-৩, সাতক্ষীরা-১, জামালপুর-২ ও দিনাজপুর-৪ আসনে বাম জোটের প্রার্থীদের প্রচারে বাধা দেওয়া হয়েছে বলে চিঠিতে বলা হয়।

নির্বাচন ভবন

ঢাকা-১২ আসনে জোটের প্রার্থী জোনায়েদ সাকির নির্বাচনী প্রচারণায় গত ১৩ ডিসেম্বর ফার্মগেইট এলাকায় হামলার কথাও বলা হয় চিঠিতে।

১১ ও ১২ ডিসেম্বর মগবাজার, ইস্কাটন ও মনিপুর এলাকায় বাসদের মই মার্কার পোস্টার ছিঁড়ে ফেলা ও প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ করা হয়।

কুষ্টিয়া-৩ আসনে মই মার্কার প্রার্থী শফিউর রহমান শফির প্রচারে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ করা হয়েছে।

সিপিবি নেতা শাহ আলম বলেন, “আগে থেকে রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করলেও পুলিশ অন্যায়ভাবে প্রচারণায় বাধা দেয়।”

সাতক্ষীরা-১ আাসনে সরকারদলীয় জোটের কর্মীরা বাম জোটের প্রার্থী আজিজুর রহমানের পথসভায় হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

শুক্রবার স্থানীয় খলিশখালী বাজারে কাস্তে মার্কার সমর্থকদের উপর আওয়ামী লীগের একদ কর্মী হামলা চালায় বলেও চিঠিতে কলা হয়।

সুনির্দিষ্ট এসব অভিযোগ দিয়ে এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে কমিশনের প্রতি অনুরোধ জানিয়েছেন সিপিবির সাধারণ সম্পাদক।