মনোনয়নপত্র নিলেন হাছান ও নওফেল

দলের পক্ষ থেকে প্রত্যয়ন পাওয়ার পর চট্টগ্রামে আওয়ামী লীগের পাঁচ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2018, 01:40 PM
Updated : 26 Nov 2018, 01:40 PM

পাশাপাশি বিএনপির তিনজন সম্ভাব্য প্রার্থীও মনোনয়নপত্র নিয়েছেন সোমবার।

চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে বলেন, আওয়ামী লীগ-বিএনপিসহ ১০টি দল এবং স্বতন্ত্র মিলিয়ে মোট ২৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

“এছাড়া দু’জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।”

সোমবার আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের জন্য মনোনয়নপত্র নিয়েছেন। তিনি এই আসনের বর্তমান সংসদ সদস্য। 

এছাড়া আওয়ামী লীগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসন থেকে মনোনয়নপত্র নেন।

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া) আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বর্তমান সাংসদ আবু রেজা মো. নেজামুদ্দিন নদভী।

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনের জন্য মনোনয়নপত্র নিয়েছেন আওয়ামী লীগের বর্তমান সাংসদ নজরুল ইসলাম চৌধুরী।

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী।

একই আসন থেকে জাতীয় পার্টির নেতা সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরীও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বিএনপির নেতা সারওয়ার জামাল নিজাম চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ২০০১ সালে এই আসন থেকে তিনি সাংসদ নির্বাচিত হয়েছিলেন।

এই আসনে আওয়ামী লীগের চিঠি পেয়েছেন সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

বিএনপি নেতা এরশাদ উল্লাহ চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এছাড়া সোমবার এলডিপি নেতা অলি আহমদ চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সাবেক যোগাযোগমন্ত্রী অলি এ আসন থেকে একাধিকবার সাংসদ হয়েছেন।

মনসুরুল হক নামে ইসলামী আন্দোলনের এক প্রার্থীও চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন এদিন।