পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম সাবমেরিন দেখাল উত্তর কোরিয়া

জাপান ও কোরীয় উপদ্বীপের জলসীমায় নিয়োজিত নৌবহরে যুক্ত করা হয়েছে এ সাবমেরিন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2024, 05:00 AM
Updated : 11 Feb 2024, 05:00 AM

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম নতুন একটি সাবমেরিন তৈরির ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া।

দেশটির নেতা কিম জং উন শুক্রবার এক অনুষ্ঠানে দেশের নৌবহরে নতুন এই সাবমেরিনের সংযুক্তির আনুষ্ঠানিকতা সারেন। 

রাষ্ট্রায়াত্ত সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, নতুন এই সাবমেরিন উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা ‘আরো মজবুত’ করল।

উত্তর কোরিয়ার দাবি, তাদের এই সাবমেরিন পারমাণবিক অস্ত্র বহন এবং উৎক্ষেপণ করতে সক্ষম। জাপান ও কোরীয় উপদ্বীপের জলসীমায় নিয়োজিত নৌবহরে যুক্ত করা হয়েছে এ সাবমেরিন।

কিম জং উন বলেছেন, এর ফলে তার দেশের নৌবাহিনী পারমাণবিক অস্ত্রে সুসজ্জিত হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল।

রাষ্ট্রায়াত্ত সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, কোনো একটি বন্দরে নৌবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে নিয়ে কিম জং উন কালো রঙের বিরাট আকৃতির সাবমেরিনটি দেখছেন। 

এ সাবমেরিনের নামকরণ হয়েছে কোরিয়ার ঐতিহাসিক ব্যক্তিত্ব কিম কুন ওকের নামে। দূরপাল্লার ব্যালেস্টিক মিসাইলের পাশাপাশি ক্রুজ মিসাইলও ছোঁড়া সম্ভব এই ডুবোযান থেকে।

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম সাবমেরিন তৈরির জন্য বহু বছর ধরে কাজ করে আসছে উত্তর কোরিয়া। তবে এ সাবমেরিন থেকে সফলভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার কোনো মহড়া দেশটি এখনও দেখায়নি। সংবাদসূত্র: বিবিসি, রয়টার্স

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)