খেলায় মরক্কোর কাছে হারায় বেলজিয়ামের রাজধানীতে দাঙ্গা

দেশটির ফুটবল ভক্তরা গায়ে মরক্কোর পতাকা জড়িয়ে রাস্তায় নেমে গাড়ি ও ইলেকট্রিক স্কুটারে আগুন ধরিয়ে দেয়।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2022, 09:48 AM
Updated : 28 Nov 2022, 09:48 AM

কাতারে বিশ্বকাপ ফুটবলের একটি ম্যাচে মরক্কোর কাছে বেলজিয়ামের পরাজয়ের পর দেশটির রাজধানী ব্রাসেলসে দাঙ্গা হয়েছে।

রোববার দোহার আল থুমামা স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত খেলাটিতে বেলজিয়ামকে ০-২ গোলে হারায় মরক্কো।

এর পরপরই বেলজিয়ামের উত্তেজিত ফুটবল ভক্তরা ব্রাসেলসের রাস্তায় নেমে সহিংসতা শুরু করে। তাদের অনেকে গায়ে মরক্কোর পতাকা জড়িয়ে রাস্তায় নেমে একটি গাড়ি ও বেশ কয়েকটি ইলেকট্রিক স্কুটারে আগুন ধরিয়ে দেয়।

পুলিশ জলকামান ও কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা চেষ্টা করে। এ সময় ব্রাসেলসজুড়ে বেশ কয়েকটি এলাকায় ফুটবল ভক্তদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে।     

ব্রাসেলস পুলিশের মুখপাত্র ইলাস ভ্যান ডা কির বলেন, “সন্ধ্যা প্রায় ৭টার দিকে (স্থানীয় সময়) পরিস্থিতি শান্ত হয়ে আসে। যেসব সেক্টরে উত্তেজনা ছড়িয়েছিল সেখানে পুলিশ টহল দিচ্ছে।

“দাঙ্গাকারীরা পটকা, পাথর ও লাঠি ব্যবহার করে। তারা পাবলিক হাইওয়েতে আগুন ধরিয়ে দেয়। তাদের পটকাবাজিতে একজন সাংবাদিকও আহত হন।”

এরপর পুলিশ জলকামান নিয়ে ও কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে দাঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করে বলে জানিয়েছেন তিনি।    

আরও খবর:

Also Read: বেলজিয়ামকে স্তব্ধ করে মরক্কোর দুর্দান্ত জয়