মেক্সিকোতে অভিবাসন কার্যালয়ে অগ্নিকাণ্ডে ৩৯ মৃত্যু

সিউদাদ হুয়ারেজ শহরের বিভিন্ন সড়ক থেকে ৭১ অভিবাসন প্রত্যাশীকে ধরে আনার পর ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউটের (আইএনএম) ওই কার্যালয়ে আগুন লাগে, বলছে কর্তৃপক্ষ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2023, 11:16 AM
Updated : 28 March 2023, 11:16 AM

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সীমান্ত শহর সিউদাদ হুয়ারেজে একটি অভিবাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডে অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দেশটির ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউটের (আইএনএম) এক বিবৃতিতে এই অগ্নিকাণ্ড ও প্রাণহানির খবর নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কর্তৃপক্ষের বরাত দিয়ে সিএনএন জানায়, শহরের বিভিন্ন সড়ক থেকে ৭১ অভিবাসন প্রত্যাশীকে ধরে আনার পর ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউটের (আইএনএম) ওই কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

এ প্রসঙ্গে মন্তব্য চেয়ে সিএনএন মেক্সিকোর অভিবাসন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে তাদের দিক থেকে সাড়া পাওয়া যায়নি।

আগুন লাগার সময় অভিবাসন কেন্দ্রটিতে মধ্য ও দক্ষিণ আমেরিকার ৬৮ প্রাপ্তবয়স্ক ছিল বলে বিবৃতিতে জানিয়েছে আইএনএম।

অগ্নিকাণ্ডে ২৯ অভিবাসন প্রত্যাশী আহত হয়েছে, তাদেরকে ওই এলাকার ৪টি হাসপাতালে ভর্তি করা হয়েছে, বলেছে তারা।