কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর ৩৯ সদস্যকে নিয়ে বাস নদীতে, নিহত ৬

বাসটিতে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) ৩৭ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের ২ সদস্য ছিলেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2022, 07:53 AM
Updated : 16 August 2022, 07:58 AM

ভারতীয় নিরাপত্তা বাহিনীর ৩৯ সদস্যকে বহনকারী একটি বাস জম্মু ও কাশ্মীরের একটি নদীখাতে পড়ে যাওয়ার পর অন্তত ৬ জন নিহত হয়েছে।

মঙ্গলবারের এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অনন্তনাগ জেলার চান্দওয়ারিতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। গুরুতর আহতদের হেলিকপ্টারে করে শ্রীনগরের সেনা হাসপাতালে নেওয়া হয়।

আহতদের মধ্যে অন্তত ৬ জনের অবস্থা সঙ্কটজনক বলে জানা গেছে।

এনডিটিভি জানিয়েছে, ওই সেনাদের নিয়ে বাসটি চন্দনওয়ারি থেকে পাহলগাম যাচ্ছিল। বাসটিতে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) ৩৭ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের ২ সদস্য ছিলেন।

যারা নিহত হয়েছে তাদের মধ্যে আইটিবিপির ৫ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের সদস্য ১ জন।

পিটিআই জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর ওই সদস্যরা অমরনাথ যাত্রায় নিরাপত্তার দায়িত্ব পালন শেষে ঘাঁটিতে ফিরছিল।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে ১৯টি অ্যাম্বুলেন্স হাজির হয়। হতাহতদের উদ্ধারে স্থানীয় কর্তৃপক্ষ ব্যাপক উদ্ধার অভিযান শুরু করে।