অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডে তুষারধসে ১০ মৃত্যু

ছুটির মৌসুমে আল্পস অঞ্চলের স্কি রিসোর্টগুলোতে পর্যটক উপচে পড়ছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2023, 06:00 PM
Updated : 5 Feb 2023, 06:00 PM

আল্পস পর্বতাঞ্চলের অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড অংশে সপ্তাহান্তে কয়েকটি জায়গায় তুষারধসে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। তারা মূলত স্কি করতে সেখানে গিয়েছিলেন।

নিহতদের মধ্যে নিউ জিল্যান্ড, চীন ও জার্মানির পর্যটকরা রয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

মারাত্মক তুষারপাত ও ঝড়ো বাতাসের কারণে অস্ট্রিয়ায় চার মাত্রার তুষারধস সতর্কতা জারি করা হয়েছে। এটা দেশটিতে আবহাওয়া জনিত দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা।

কিন্তু আবহাওয়া অফিস থেকে সতর্কতা জারি করা হলেও রাজধানী ভিয়েনার স্কুলগুলিতে ছুটি থাকায় পশ্চিম অস্ট্রিয়ার স্কি রিসোর্টগুলোতে পর্যটক উপচে পড়ছে।

রোববার অস্ট্রিয়া পুলিশ সেখানে পাঁচ পর্বতারোহীর মৃত্যুর খবর জানায়।

তার আগের দিন শনিবার নিউ জিল্যান্ডের ১৭ বছরের এক কিশোর, চীনের ৩২ বছরে একজন এবং জার্মানির ৫০ বছরের একজন স্কি করার সময় তুষারধসে চাপা পড়ে মারা যান।

সুইজারল্যান্ড কর্তৃপক্ষ জানান, তাদের ওখানে শনিবার সকালে ৫৬ বছরের এক নারী এবং ৫২ বছরের একজন পুরুষ স্কি করার সময় ভঙ্গুর তুষারের নিচে চাপা পড়ে যান। তবে তাদের তৃতীয় সঙ্গী অক্ষত অবস্থায় সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন।

আল্পস অঞ্চলে তুষারধস খুবই নিয়মিত ঘটনা।