বিশেষজ্ঞরা বলছেন, মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্মের সাইবার নিরাপত্তা যে কতটা নাজুক, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এ ঘটনা।
Published : 22 Jan 2024, 02:41 AM
“গভীর বেদনার সঙ্গে জানাচ্ছি, আমার বাবা ডনাল্ড ট্রাম্প আর নেই”- ডনাল্ড ট্রাম্প জুনিয়রের এক্স (আগের টুইটার) হ্যান্ডলে এমন পোস্ট দেখে সবারই ভিমড়ি খাওয়ার কথা। ভুয়া খবরটি কেমন করে ছড়াল, তা নিয়ে কৌতূহলী হয়ে উঠল সবাই। পরে জানা গেল, হ্যাকারদের খপ্পরে পড়েছিল ট্রাম্পপুত্রের এক্স একাউন্ট।
হ্যাকারদের ছড়ানো ভুয়া বার্তাগুলো পরে অবশ্য মুছে দেওয়া হয়েছে। ট্রাম্পের মৃত্যু নিয়ে পোস্টটি এক ঘণ্টারও কম সময় ছিল। কিন্তু তার মধ্যেই সেটি ভাইরাল হয়েছে। অনেকে আবার সেটাটি সত্য ভেবে নেন।
পোস্টটিতে আরও লেখা হয়েছিল, “আমি ২০২৪ সালে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করব।”
এক্সে ট্রাম্প জুনিয়রের ১ কোটি অনুসারী আছে। ট্রাম্প অরগানাইজেশন তা হ্যাক হওয়ার খবর জানায়। ট্রাম্প জুনিয়রের মুখপাত্র বলেন, ট্রাম্পের ‘মৃত্যু সংক্রান্ত পোস্টটি সত্য নয়।”
একাধিক ভুয়া পোস্টের মধ্যে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে আক্রমণ করেও বার্তা লেখা হয়েছিল।
বিশেষজ্ঞরা বলছেন, মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্মের সাইবার নিরাপত্তা যে কতটা নাজুক, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এ ঘটনা। সংবাদ সূত্র: বিবিসি
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)