ইউক্রেইনের নগরীতে রাশিয়ার জোর হামলা, নিহত ৫

ইউক্রেইনের মধ্যাঞ্চলীয় ক্রোপিভনিৎস্কি নগরীতে একটি ফ্লাইট স্কুলে রাশিয়ার এই ক্ষেপণাস্ত্র হামলায় আরও ২৫ জন আহত হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2022, 04:40 PM
Updated : 28 July 2022, 04:40 PM

ইউক্রেইনের মধ্যাঞ্চলীয় ক্রোপিভনিৎস্কি নগরীতে একটি ফ্লাইট স্কুলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৫ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার আঞ্চলিক গভর্নর রাইকোভিচ একথা জানিয়েছেন। তিনি বলেন, ক্ষেপণাস্ত্র নগরীর স্কুলভবনে আঘাত হানে।

আহতদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের অবস্থা আশঙ্কাজন নয় বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে, ইউক্রেইন বাহিনীর খারসন নগরী পুনর্দখলের লড়াই গতি পাচ্ছে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রতিরক্ষা কর্মকর্তারা।

বিবিসি জানায়, ইউক্রেইনীয় বাহিনী খারসনের একটি সেতুতে রকেট হামলা চালানোয় সেটি অকার্যকর হয়ে পড়েছে। ফলে খারসন রাশিয়ার অধিকৃত অন্যান্য অংশ থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ইউক্রেইনে রুশ বাহিনীর কাছে প্রথম এই খারসন শহরেরই পতন হয়েছিল।