কেরালায় বাড়িতে মিলল ৩ শিশুসহ এক পরিবারের ৫ জনের মৃতদেহ

প্রাথমিক তদন্তে এটি যুগপৎ খুন ও আত্মহত্যার ঘটনা বলে মনে করছে পুলিশ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2023, 06:23 AM
Updated : 24 May 2023, 06:23 AM

ভারতের কেরালায় কান্নুর জেলার চেরুপুঝায় নিজেদের বাড়ি থেকে তিন শিশুসহ একই পরিবারের পাঁচজনের মৃতদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার সকালে এই পাঁচজনের মৃতদেহ মেলে, এর মধ্যে শিশু তিনটির দেহ ঝুলছিল সিঁড়ি থেকে। আর তাদের মা ও সৎ বাবার মৃতদেহ পাওয়া যায় সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায়।

এই যুগল গত সপ্তাহে বিয়ের পিঁড়িতে বসেন, শিশু তিনটি ওই নারীর প্রথম ঘরের সন্তান, জানিয়েছে এনডিটিভি।

প্রাথমিক তদন্তে ঘটনাটি যুগপৎ খুন ও আত্মহত্যার ঘটনা বলে মনে করছে পুলিশ।

তাদের ধারণা, শিশু তিনটিকে হত্যার পর মা ও সৎ বাবা আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার রাতে এই খুন ও আত্মহত্যার ঘটনা ঘটে।

এলাকার বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহগুলো উদ্ধার করে, বলেছেন ঊর্ধ্বতন এক কর্মকর্তা।