আফ্রিকার দেশটি চার দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার কাল পার করার পরই বন্যার কবলে পড়ল।
প্রায় এক বছর আগে ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে ৮ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। জাতিসংঘ মানবাধিকার কার্যালয় মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
রাশিয়া ইউক্রেইনে আগ্রাসন শুরু করেছিল গত ২৪ ফেব্রুয়ারিতে। জাতিসংঘ প্রতিবেদনে এর আগে এই যুদ্ধে বেসামরিক মানুষ নিহতের সংখ্যা ৭,১৯৯ বলা হয়েছিল।
এবার নতুন নিহতের পরিসংখ্যান দেখা যাচ্ছে, আগেরবারের চেয়ে অনেকটাই বেশি। প্রায় ৯০ শতাংশ মানুষই বিস্ফোরক অস্ত্রের হামলায় মারা গেছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে।
ইউক্রেইনে জাতিসংঘ মানবাধিকার মিশনে কয়েক ডজন পর্যবেক্ষক কাজ করছেন। তারা বলছেন, নিহতের হিসাব রাখার কাজ শুরু হওয়ার পর থেকে দাপ্তরিকভাবে প্রকাশিত পরিসংখ্যানের তুলনায় প্রকৃত নিহতের সংখ্যা আরও অনেক বেশিই হবে।