কঙ্গোয় সেনাবাহিনীতে নিয়োগ চলাকালে পদচাপায় নিহত ৩৭

রিপাবলিক অব কঙ্গোর রাজধানী ব্রাজাভিলে একটি স্টেডিয়ামে সেনাবাহিনীতে নিয়োগ চলার সময় এই দুর্ঘটনা ঘটে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2023, 02:31 PM
Updated : 21 Nov 2023, 02:31 PM

রিপাবলিক অব কঙ্গোর রাজধানী ব্রাজাভিলে একটি স্টেডিয়ামে সেনাবাহিনীতে নিয়োগ চলার সময় পদচাপায় অন্তত ৩৭ জন নিহত হওয়ার খবর জানিয়েছেন কর্মকর্তারা।

স্থানীয় অধিবাসীদের বরাত দিয়ে জানানো হয়েছে, কিছু মানুষ স্টেডিয়ামের গেট দিয়ে হুড়মুড় করে ঢুকে পড়ার চেষ্টা চালালে পদচাপায় ওই দুর্ঘটনা ঘটে।

গত সপ্তাহে কঙ্গোর সেনাবাহিনী ১৮ থেকে ২৫ বছর বয়সের প্রায় ১,৫০০ মানুষ নেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছিল বলে জানিয়েছে বিবিসি।

পদচাপায় কতজন আহত হয়েছে তা স্পষ্ট জানা যায়নি। সরকারি এক বিবৃতিতে একটি ‘সংকটকালীন ইউনিট’ গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে।

এপি বার্তা সংস্থা জানায়, সেনা নিয়োগকেন্দ্রগুলোতে গত সপ্তাহে দিনে ৭০০ জন করে রেজিস্ট্রেশন করেছে।

মঙ্গলবার লাইনের প্রথমে দাঁড়ানোর জন্য সোমবার রাতেই হাজার হাজার তরুণ ওই স্টেডিয়ামে জড়ো হয়েছিল বলে খবর পাওয়া গেছে।