নিহতদের মধ্যে ১১ জন নারী এবং সাতজন পুরুষ।
Published : 01 May 2023, 08:56 AM
মেক্সিকোর পশ্চিমাঞ্চলে খাড়া পাহাড়ি রাস্তা থেকে একটি বাস গিড়িখাতে পড়ে গিয়ে অন্তত ১৮ জন নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, শনিবার রাতে নায়ারিত রাজ্যের রাজধানী টেপিক এবং পর্যটন এলাকা পুয়ের্তো ভাল্লার্তার সংযোগকারী একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নায়ারিতের প্রসিকিউটরের দপ্তর এক টুইটে জানিয়েছে, বাসটি খাড়া রাস্তা থেকে প্রায় ১৫ মিটার নিচে একটি গিরিখাতে পড়ে যায়। খবর পেয়ে প্রসিকিউটরের দপ্তর ও অন্যান্য সরকারি সংস্থা সেখানে উদ্ধার কাজ শুরু করে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে ১১ জন নারী এবং সাতজন পুরুষ। আহতদের মধ্যে অন্তত ১১টি শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।