ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তোমাকে সুন্দর লাগছে- বিয়ের অনুষ্ঠানে নববধূর উদ্দেশে এটাই ছিলো প্রথম উক্তি প্রিন্স উইলিয়ামের।
বাংলাদেশ সময় শুক্রবার বিকাল পৌনে চারটার দিকে বিয়ের পোশাকে সজ্জিত কেট মিডলটন ওয়েস্টমিনস্টার অ্যাবি চার্চে ঢোকেন। কেটকে নিজের দিকে আসতে দেখে এ মন্তব্য করেন উইলিয়াম। সোয়া চারটার দিকে বিয়ে হয় কেট ও উইলিয়ামের।
জন্ম থেকে বধির এবং ফরেনসিক লিপরিডার হিসেবে কর্মরত রুথ প্রেস নামের এক ব্যক্তিকে উদ্ধৃত করে টেলিগ্রাফ একথা জানিয়েছে।
কেটকে দেখে উইলিয়াম বলেন, "হ্যা, দারুণ লাগছে, সুন্দর।"
বিয়ের অনুষ্ঠান শুরুর আগে শ্বশুরকে নিয়ে একটি কৌতুকও করেন উইলিয়াম।
তিনি বলেন, "আমরা কেবলই একটি ক্ষুদ্র পারিবারিক অনুষ্ঠান করছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/২১৫৫ ঘ.