লন্ডন, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- বিয়ের পর ডিউক ও ডাচেস অব কেমব্রিজ নামেই ডাকা হবে ব্রিটেনের প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনকে। রানি এলিজাবেথ নাতি ও নাতবউয়ের জন্য এ উপাধি স্থির করেছেন।
উইলিয়াম ও কেট বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার আগেই বাকিংহাম প্রাসাদ এক বিবৃতিতে একথা জানায়।
তবে উইলিয়ামকে কেবল একটি নয় আরো উপাধি দেওয়া হয়েছে।
ডিউক অব কেমব্রিজ উপাধি ছাড়াও উইলিয়াম আরো হতে চলেছেন 'আর্ল অফ স্ট্রেথান' এবং 'ব্যারন ক্যারিকফার্গাস।' ফলে কেট হবেন 'কাউন্টেস অব স্ট্রেথান' এবং ব্যারনেস ক্যারিকফার্গাস।"
রাজপারিবারের সদস্যদের বিয়ের দিনে এ ধরনের সম্মানজনক উপাধি দেওয়ার রেওয়াজ আছে।
উইলিয়ামের চাচাদেরকেও এ ধরনের উপাধি দেওয়া হয়েছিলো। প্রিন্স এন্ড্রু হয়েছিলেন, ডিউক অব ইয়র্ক এবং প্রিন্স এডওয়ার্ড হয়েছিলেন আর্ল অব ওয়েসেক্স।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৪৫ঘ.