যুক্তরাষ্ট্র-ইউরোপে নাগরিকদের সতর্ক করল তুরস্ক

এর আগে পশ্চিমা দেশগুলো তুরস্কে থাকা তাদের নাগরিকদের সম্ভাব্য সন্ত্রাসী হামলা সম্পর্কে সতর্ক করেছিল। এবার তুরস্ক পাল্টা তাদের নাগরিকদের সতর্ক করল।

রয়টার্স
Published : 29 Jan 2023, 02:38 PM
Updated : 29 Jan 2023, 02:38 PM

যুক্তরাষ্ট্র এবং ইউরোপে সম্ভাব্য ইসলামোফোবিক, জেনোফোবিক এবং বর্ণবাদী হামলার ঝুঁকির বিষয়ে নিজ নাগরিকদের সতর্ক করেছে তুরস্ক।

দুটি পৃথক ভ্রমণ নির্দেশিকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রণালয় এ সতর্কবার্তা দিয়েছে।

এর আগে পশ্চিমা দেশগুলো তুরস্কে থাকা তাদের নাগরিকদের সম্ভাব্য সন্ত্রাসী হামলা সম্পর্কে সতর্ক করেছিল। এবার তুরস্ক পাল্টা তাদের নাগরিকদের সতর্ক করল।

তুরস্কের সতর্কবার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোতে তুর্কি নাগরিকদের ওপর যে কোনও সময় জেনোফোবিক এবং বর্ণবাদী হয়রানি কিংবা হামলা হতে পারে। এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

তাছাড়া, যেসব এলাকায় তুর্কি বিরোধী ক্ষোভ বাড়তে পারে সেসব এলাকা থেকেও দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে নাগরিকদেরকে।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, সাম্প্রতিক সময়ে ইসলাম বিরোধী এবং বর্ণবাদী তৎপরতা বেড়েছে ইউরোপে, যা ধর্মীয় অসহিষ্ণুতা এবং বিদ্বেষের বিপজ্জনক মাত্রারই বহিঃপ্রকাশ।

গত শুক্রবার আঙ্কারায় অবস্থিত যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স এবং ইতালিসহ বেশ কয়েকটি দেশের দূতাবাস তুরস্কে তাদের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করে। মূলত উপাসনালয়গুলোতে সন্ত্রাসী হামলার আশঙ্কায় এই সতর্কবার্তা দেয় দেশগুলো।

ইউরোপে সাম্প্রতিক কোরআন পোড়ানোর ঘটনা নিয়ে বিশ্বে অস্থিরতা বিরাজ করছে। সুইডেনের পররাষ্ট্রমন্ত্রণালয় শনিবার তুরস্কে তাদের নাগরিকদের ভিড় ও বিক্ষোভ এড়ানোর পরামর্শ দিয়েছে।

গত সপ্তাহে তুর্কি বিরোধী বিক্ষোভ চলাকলে স্টকহোমে তুর্কি দূতাবাসের কাছে অভিবাসন-বিরোধী এক কট্টর ডান রাজনীতিবিদ কোরআন পোড়ান।

এ ঘটনার পর তুরস্ক এবং সুইডেনের মধ্যে উত্তেজনা বেড়েছে। নেদারল্যান্ডস এবং ডেনমার্কেও একইরকম বিদ্বেষমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে আঙ্কারা।