গুলিবিদ্ধ ১৬ বছর বয়সী কিশোর মো. মানিককে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেরুজালেমে দুইটি বাসস্টপে বিরল বোমা হামলার ঘটনায় এক কিশোর নিহত এবং ১৪ জন আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ।
নগরীর উপকণ্ঠে দুইটি ব্যস্ত এলাকার বাসস্টপে বুধবার যখন বোমা বিস্ফোরণ হয় তখন লোকজন কাজে বের হচ্ছিলেন।
প্রথম বিস্ফোরণে এক কিশোর নিহত এবং ১২ জন আহত হন বলে জানায় বিবিসি। বাকি তিনজন দ্বিতীয় বিস্ফোরণে আহত হন।
একটি বোমা হামলাস্থলে ইসরায়েলের অভ্যন্তরীন নিরাপত্তা মন্ত্রী বলেন, ‘‘দীর্ঘদিন আমরা এ ধরনের হামলা দেখিনি।”
প্রথম বিস্ফোরণটি হয় বুধবার স্থানীয় সময় সকাল ০৭:০৫ এর দিকে নগরীর প্রধান প্রবেশ পথের কাছে জিভাত শাউলে। তার প্রায় আধাঘণ্টা পর নগরীর আরেকটি প্রবেশ পথের কাছে রামত জংশনের কাছে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে।
প্রাথমিক তদন্তে উভয় ঘটনার বেলাতেই আগে বোমা পুঁতে রাখা হয়েছিল বলে জানায় ইসরায়েলি পুলিশ। তাদের ধারণা, এটা ‘যৌথ সন্ত্রাসী হামলা’।