Published : 27 Oct 2023, 12:48 PM
মেক্সিকোতে আঘাত হানা অন্যতম সবচেয়ে শক্তিশালী হারিকেন ওটিসের তাণ্ডবে অন্তত ২৭ জন নিহত হয়েছেন।
দেশটির সরকার বৃহস্পতিবার জানিয়েছে, প্রশান্ত মহাসাগরীয় উপকূলের অবকাশযাপন কেন্দ্র আকাপুলকোতে ওটিসের কারণে হওয়া ক্ষয়ক্ষতি বেশ কয়েক বিলিয়ন ডলারে দাঁড়াবে।
বুধবার ৫ মাত্রার ঝড়ের শক্তি নিয়ে হারিকেন ওটিস আকাপুলকোতে আছড়ে পড়ে। জলোচ্ছ্বোসে শহরের রাস্তাগুলো প্লাবিত হয়, গাড়ি তলিয়ে যায়। প্রবল ঝড়ে বহু বাড়ি ও হোটেলের ছাদ ক্ষতিগ্রস্ত হয়। সড়ক, বিমান ও টেলি যোগাযোগ বিচ্ছিন্ন হয়। হারিকেনটি প্রায় ৯ লাখ বাসিন্দার শহরটিজুড়ে ব্যাপক ধ্বংসের চিহ্ন রেখে যায়।
সরকার জানিয়েছে, চারজন এখনও নিখোঁজ রয়েছেন।
মেক্সিকো সিটিতে এক সংবাদ সম্মেলনে দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর বলেছেন, “আকাপুলকোর পরিস্থিতি বিপর্যয়কর।”
ওটিস ঘণ্টায় ২৬৬ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে মেক্সিকোর দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে বয়ে যায়। এতে ওই এলাকা লণ্ডভণ্ড হয়ে যায়।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, ওটিস প্রশান্ত মহাসাগরের উপকূলে এসে অপ্রত্যাশীত দ্রুতগতিতে শক্তি সঞ্চয় করে প্রবল হারিকেনের রূপ নেয়, এর বাতাসের তোড়ে বড় বড় গাছ শিকড়সহ উপড়ে পড়ে, পুরো আকাপুলকো শহরজুড়ে আবর্জনা ছড়িয়ে পড়ে।
জলোচ্ছ্বাসে শহরের হাসপাতালগুলোও তলিয়ে যায়। নাজুক পরিস্থিতির কারণে কয়েকশ রোগীকে নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হয়।
মেক্সিকো সরকার দুর্গত অঞ্চলটিতে জরুরী অবস্থা ঘোষণা করেছে। কিন্তু ২৭ জনের মৃত্যু কীভাবে হয়েছে সে বিষয়ে তেমন তথ্য দেয়নি এবং আরও কতোজন আহত হয়েছে তা জানায়নি।
ওটিসের ক্ষতি কয়েক বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হলেও এ পর্যন্ত কোনো হিসাব দেয়নি সরকার, কিন্তু ক্রান্তীয় ঝড় অনুসরণ করা ও সেগুলোর ক্ষয়ক্ষতি অনুমান করার কাজে নিয়োজিত এনকি রিসার্চ ক্ষতি ’দেড় হাজার কোটি ডলারের কাছাকাছি’ হতে পারে বলে জানিয়েছে।
প্রেসিডেন্ট ওব্রাদর জানিয়েছেন, যারা নিখোঁজ রয়েছেন তারা নৌবাহিনীর সদস্য বলে ধারণা করা হচ্ছে।
ওটিস মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।