ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
Published : 06 Feb 2024, 10:15 AM
ভারতের মহারাষ্ট্রে নির্মাণাধীন একটি ৪০ তলা ভবনের লিফট ছিঁড়ে সাত শ্রমিকের প্রাণ গেছে। রোববার সন্ধ্যা সোয়া ৬টার দিকে পশ্চিম থানের বলকুম এলাকায় এ ঘটনা ঘটে। উপরে থেকে নামার সময় লিফটটি ছিঁড়ে আন্ডারগ্রাউন্ড পার্কিং লটের বেজমেন্টে আছড়ে পড়ে।
দেশটির আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা সেলের (আরডিএমসি) কর্মকর্তারা জানিয়েছেন, ভবনটির মূল কাঠামো তৈরি হয়ে গেছে, ছাদে পানি নিরোধক ব্যবস্থা তৈরির কাজ চলছিল। শ্রমিকরা কাজ শেষে লিফট দিয়ে নেমে আসার সময় দুর্ঘটনায় পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনী, দুর্যোগ ব্যবস্থাপনা টিম ও পুলিশ।
আরডিএমসির প্রধান কর্মকর্তা ইয়াসিন ত্রিবেদী বলেন, “শ্রমিকরা নামার সময় ১৬ তলায় এসে লিফটের তার ছিঁড়ে যায়, আর সেটি নিচে বেজমেন্টে আছড়ে পড়ে। সাতজন শ্রমিক লিফটের ভেতরে আটকা পড়েছিলেন। উদ্ধারকর্মীরা তাদের বের করে এনে হাসপাতালে নেওয়ার পর প্রথমে ছয় শ্রমিক এবং পরে আরেকজনের মৃত্যু হয়।”
ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
সংবাদ সূত্র: হিন্দুস্থান টাইমস, আনন্দবাজার পত্রিকা
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)