প্রতিবছর ১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নতুন অর্থবছর শুরু হয়।
Published : 25 Oct 2023, 05:59 PM
প্রতিনিধি পরিষদ ও সেনেটে শেষ মুহূর্তে বিল পাস করে সরকারের অচলাবস্থা এড়াল যুক্তরাষ্ট্র।
এই বিল পাসের ফলে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থাগুলোর কার্যক্রম চালু রাখতে সরকারি অর্থায়ন বজায় থাকবে। তবে ইউক্রেনের জন্য নতুন কোনো সহায়তা এর মধ্যে থাকবে না।
শনিবার রাতে প্রতিনিধি পরিষদে ৩৩৫-৯১ ভোটে এবং সেনেটে ৮৮-৯ ভোটে এই ‘সাময়িক অর্থায়ন বিল’পাস হয়। অচলাবস্থা এড়াতে শনিবার মধ্যরাতের আগে এ বিষয়ে সমঝোতায় পৌঁছানো জরুরি ছিল। ওই সময়ের ঠিক আগে আগে প্রেসিডেন্ট জো বাইডনে বিলটিতে সই করলে তা আইনে পরিণত হয়।
বিরোধী দল রিপাবলিকান পার্টির কট্টরপন্থিদের মতের বিরুদ্ধে গিয়ে এই সাময়িক অর্থায়ন বিল’ পাসে ভূমিকা রাখেন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাককার্থি, যিনি নিজেও একজন রিপাবলিকান।
প্রতিবছর ১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নতুন অর্থবছর শুরু হয়। তার আগেই সরকারি ব্যয় মেটানোর জন্য কংগ্রেসে বাজেট পাস করতে হয়। কিন্তু প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণে থাকা বিরোধী দল রিপাবলিকান পার্টি সরকারি ব্যয় অনেকাংশে হ্রাস করার দাবি জানিয়ে আসছিল। ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির তোলা বিল তারা আটকে দেওয়ায় তৈরি হয় অচলাবস্থার শঙ্কা। যুক্তরাষ্ট্রে এ পরিস্থিতিকে বলে ‘গভার্নমেন্ট শাডডাউন’।
শাটডাউন হলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ৪০ লাখ কর্মীর বেতন-ভাতা পরিশোধ বন্ধ হয়ে যেত। সেই সঙ্গে সরকারি বিভিন্ন সেবা এবং বৈজ্ঞানিক গবেষণার তহবিল বন্ধ হয়ে যেত ১ অক্টোবর প্রথম প্রহর থেকেই।
সেই সঙ্কট এড়াতে শনিবার বিকালে প্রতিনিধি পরিষদের সদস্যরা একটি সাময়িক অর্থায়নের বিল পাসের বিষয়ে সম্মত হন, যাতে মূল বাজেট পাস হওয়ার আগে সরকারের কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য মধ্য নভেম্বর পর্যন্ত অর্থের যোগান দেওয়া যায়। ৯০ জন রিপাবলিকান এর বিরোধিতা করলেও শেষ পর্যন্ত ডেমোক্র্যাটদের ভোটে তা উৎরে যায়।সংবাদ সূত্র: বিবিসি
(প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ১ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)