ধর্মীয় পোশাক ছাড়তে রাজি না হওয়ায় তাদের পরিবারের সঙ্গে এবার কথা বলবে কর্তৃপক্ষ।
Published : 13 Feb 2024, 10:14 AM
গত সপ্তাহেই স্কুলে বোরকা পরে যাওয়া নিষিদ্ধ করেছিল ফ্রান্স সরকার। তবে নতুন শিক্ষাবর্ষের প্রথম দিন সোমবার মুসলমান অনেক শিক্ষার্থী বোরকা পরে স্কুলে গিয়েছিল। তাদের ৬৭ জনকে স্কুল থেকে ফেরত পাঠানো হয়েছে বলে ফ্রান্সের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
নিষেধাজ্ঞার পরও যে শিক্ষার্থীরা আবায়া বা বোরকা পরে উপস্থিত হয়েছিল, তাদের বেশিরভাগের বয়স ১৫ বছর কিংবা তার চেয়ে বেশি। ধর্মীয় পোশাক ছাড়তে রাজি না হওয়ায় তাদের পরিবারের সঙ্গে এবার কথা বলবে কর্তৃপক্ষ। সে আলোচনা ব্যর্থ হলে তাদের স্কুল থেকেই বাদ দেওয়া হবে।
কয়েক মাসের বিতর্কের পর অগাস্টের শেষ দিকে ফ্রান্সের শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছিলেন, ৪ সেপ্টেম্বর নতুন শিক্ষাবছরের শুরু থেকে সরকারি স্কুলগুলোতে মুসলমান শিক্ষার্থীরা ঢিলেঢালা এবং পুরো শরীর ঢাকা ধর্মীয় পোশাক পরতে পারবে না। ফ্রান্সে রাষ্ট্র-পরিচালিত স্কুল এবং সরকারি ভবনগুলোয় ধর্মীয় চিহ্ন ব্যবহারের উপর কঠোর নিষেধাজ্ঞা আছে। এমন চিহ্ন ধর্মনিরপেক্ষ আইনের লঙ্ঘন বলে যুক্তি দেখানো হয়।
সংবাদ সূত্র: বিবিসি।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)