রাশিয়ার মিত্রদেশ বেলারুশের সীমান্তে ইউক্রেইনকে প্রস্তুত থাকতে হবে বলে মন্তব্য করেছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
লিভিভ অঞ্চল পরিদর্শনের পর বুধবার জেলেনস্কি একথা বলেন। সেখানে সীমান্ত সুরক্ষা এবং উত্তর-পূর্ব ইউক্রেইনের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন তিনি।
কিইভ সতর্ক করে দিয়ে বলেছে, রাশিয়া ইউক্রেইনের উত্তর দিক থেকে নতুন স্থল আগ্রাসন চালানোর জন্য বেলারুশের ভূখন্ড ব্যবহার করতে পারে।
তবে লিভিভে নিরাপত্তা বিষয়ক সমন্বয় বৈঠকে অংশ নেওয়ার পর টেলিগ্রামে জেলেনস্কি এমন কোনও সতর্কবার্তার কথা উল্লেখ করেননি।
তিনি বলেন, “আমরা রাষ্ট্রের সীমান্ত রক্ষা, বেলারুশের চলমান সীমান্ত পরিস্থিতি এবং ওই এলাকাগুলোতে পাল্টা-বিধবংসী পদক্ষেপ নিয়ে আলোচনা করেছি।”
“আমরা বুঝতে পারছি যে, পরাক্রমশালী বিবৃতি ছাড়া সেখানে শক্তিশালী আর কোনওকিছু আমরা দেখতে পাচ্ছি না। তারপরও আমাদেরকে ওইসব অঞ্চল এবং সীমান্ত উভয় জায়গাতেই প্রস্তুত থাকতে হবে।”