চলতি সপ্তাহের বুধবার থেকে আগামী ১ ডিসেম্বরের মধ্যে যে কোনও সময় গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা জাপানকে জানিয়েছে উত্তর কোরিয়া।
জাপান ও দক্ষিণ কোরিয়া বলছে, উত্তর কোরিয়া এবার নিয়ে তৃতীয়বারের মতো গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের চেষ্টা চালাতে পারে, যা জাতিসংঘ নিষেধাজ্ঞার লঙ্ঘন।
জাপানের কোস্ট গার্ড মঙ্গলবার জানায়, উত্তর কোরিয়া পীত সাগর ও পূর্ব চীন সাগর বরাবর এই স্যাটেলাইট উৎক্ষেপণের নোটিশ দিয়েছে। এরপরই দক্ষিণ কোরিয়ার স্টেট মেরিটাইম নিরাপত্তা সংস্থা সাগর অঞ্চলের যেসব জায়গা থেকে আগে স্যাটেলাইট উৎক্ষেপণ হয়েছে, সেসব জায়গার নৌযানগুলোকে সতর্ক থাকতে বলে দিয়েছে।
উত্তর কোরিয়া এর আগে দুই দফা স্যাটেলাইট উৎক্ষেপণের চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হয়েছে। এরপর দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা সম্প্রতি কয়েকদিনে জানান যে, উত্তর কোরিয়া আবার শিগগিরই স্যাটেলাইট উৎক্ষেপণ করবে বলে তাদের মনে হচ্ছে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ মঙ্গলবার বলেছে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন মহাকাশ নজরদারি ব্যবস্থার বিরুদ্ধে নিজেদের সামরিক শক্তি জোরদার করার সার্বভৌম অধিকার উত্তর কোরিয়ার আছে।
তবে উত্তর কোরিয়া স্যাটেলাইট উৎক্ষেপণ পরিকল্পনার নোটিশ দেওয়ার পর জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এমন প্রচেষ্টার নিন্দা জানিয়েছেন। পাশাপাশি তিনি যে কোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর জন্য এজিস ডেস্ট্রয়ার ও প্যাক-৩ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রসহ জাপানের প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।