জাতিসংঘের অভিবাসন সংস্থা বলেছে,অন্তত আরও ৬ জন নিখোঁজ কিংবা নিহত হয়েছে বলে মনে করা হচ্ছে। আর ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
Published : 09 Apr 2024, 08:09 PM
আফ্রিকার দেশ জিবুতির উপকূলে একটি শরণার্থী নৌকা ডুবে শিশুসহ অন্তত ৩৮ জনের প্রাণহানি হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম।
সংস্থাটি বলেছে, অন্তত আরও ৬ জন নিখোঁজ কিংবা নিহত হয়েছে বলে মনে করা হচ্ছে। আর ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদেরকে সাহায্য-সহায়তা করছে আইওএম এবং স্থানীয় কর্তৃপক্ষ।
আইওএম এর আঞ্চলিক মুখপাত্র ইয়োন্নে নেগে বলেছেন, জিবুতি উপকূল থেকে প্রায় ২০০ মিটার দূরে এই নৌকাডুবি হয়। শরণার্থী বোঝাই নৌকাটি গত ৮ এপ্রিল রাত প্রায় ২ টার দিকে ইয়েমেন থেকে ছেড়ে এসেছিল।
নৌকায় প্রায় ৬৬ জন আরোহী ছিল। যাত্রা শুরুর দু’ঘন্টা পরই নৌকাটি ডুবে যায়। আরোহীরা বেশিরভাগই ইথিওপিয়ার নাগরিক বলে ধারণা করা হচ্ছে।
নেগে বলেন, “প্রতিবছরই হাজারো শরণার্থী হর্ন অব আফ্রিকা ছেড়ে উপসাগরীয় দেশগুলোতে যাওয়ার চেষ্টা চালায়। তারা বেশিরভাগই ইথিওপিয়া এবং সোমালিয়ার নাগরিক।
কিন্তু ইয়েমেনে হাজারো শরণার্থী আটকে থাকে জানিয়ে তিনি বলেন, জিবুতি উপকূলে মর্মান্তিক নৌদুর্ঘটনায় যারা মারা গেছে, তারা জিবুতিতে ফেরার চেষ্টায় ছিল। সেখানে কিছু সময় নিয়ে আবার ভিন দেশে পাড়ি দেওয়া কিংবা বাড়ি ফেরার চেষ্টায় ছিল তারা