ক্রাইমিয়ার উত্তরাঞ্চলে রাশিয়ার দুই আসনের একটি এমআই-২৮ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলটের মৃত্যু হয়েছে।
শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।
এতে বলা হয়েছে, পরিকল্পিত প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়, তবে এতে কোনো গোলাবারুদ ছিল না। সম্ভবত যান্ত্রিক ত্রুটির কারণে ঘটনাটি ঘটেছে।
রুশ গণমাধ্যম আরটি জানিয়েছে, এই অ্যাটাক হেলিকপ্টারটি সাধারণত ৩০ মিলিমিটার স্বয়ংক্রিয় কামানে সজ্জিত থাকে এবং এটি সাঁজোয়া যান ধ্বংসকারী ১৬টি নিয়ন্ত্রিত ও অনিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র বহন করতে পারে।
হেলিকপ্টার বিধ্বস্তের এ ঘটনায় আর কোনো সম্পত্তি বিনষ্ট হয়নি এবং অন্য কেউ হতাহতও হয়নি বলে বিবৃতিতে বলা হয়েছে।
রাশিয়ার গণমাধ্যমের প্রতিবেদনগুলো বলা হয়েছে, ক্রাইমিয়ার উত্তরাঞ্চলীয় জানকোই শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণপূর্বে সিভাতুয়ে গ্রামের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
এর আগে ২৬ এপ্রিল রাশিয়ার উত্তরাঞ্চলে প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে বিমান বাহিনীর একটি মিগ-৩১ জঙ্গি বিমান বিধ্বস্ত হয়েছিল। তবে ওই সময় দুই পাইলট বিমানটি ছেড়ে নিরাপদে বের হয়ে যাওয়ায় এবং সেটি একটি নির্জন এলাকায় বিধ্বস্ত হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।