লিবিয়ার বাংলাদেশিরা দেশে ফেরার উপায় জানতে চান

লিবিয়ায় আটকা পড়া বাংলাদেশিরা তিউনিসিয়ায় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার বিভাগে ফোন করে দেশে ফেরার উপায় জানতে চাইছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 April 2011, 09:13 AM
Updated : 10 April 2011, 09:13 AM
ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ায় আটকা পড়া বাংলাদেশিরা তিউনিসিয়ায় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার বিভাগে ফোন করে দেশে ফেরার উপায় জানতে চাইছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে রোববার এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশিদের ফিরে আসার জন্য নিরাপদ রুট হিসাবে তিউনিসিয়ার রাসদির হয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছে।
মধ্য ফেব্র"য়ারি থেকে উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতা শুরু হয়।
শনিবার আরো ৩৬ জন বাংলাদেশি রাসদির সীমান্ত পয়েন্টে পৌঁছার পর সেখানে অবস্থানরত বাংলাদেশির সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৫ জন।
এছাড়া আট বাংলাদেশি নাগরিক গ্রিসের ক্রিট দ্বীপের পশ্চিম প্রান্তে কর্ফু বন্দরে পৌঁছেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এথেন্সে বাংলাদেশ দূতাবাস তাদের দেশে পাঠানোর ব্যবস্থা করবে।
অন্যদিকে, ইতালির লামপেডুসার কাছে নৌকাডুবির ঘটনায় রোববার পর্যন্ত কোনো বাংলাদেশি হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এ পর্যন্ত ৫১ জনকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন। তার নাম সাইফুল ইসলাম (২৯)।
লিবিয়ায় সহিংসতা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৩৪ হাজার ৮৬৬ বাংলাদেশি দেশে ফিরেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/পিডি/২১১৩ ঘ.