বিদ্রোহীদের ওপর হামলায় ন্যাটোর দুঃখ প্রকাশ

লিবিয়ায় বিদ্রোহীদের ওপর বিমান হামলায় হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ন্যাটো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 April 2011, 12:36 PM
Updated : 8 April 2011, 12:36 PM
ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ায় বিদ্রোহীদের ওপর বিমান হামলায় হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ন্যাটো।
শুক্রবার বিবিসির এক খবরে বলা হয়, পূর্বাঞ্চলে বিদ্রোহীদের ট্যাংকে হামলায় প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে ন্যাটো।
দেশটির পূর্বাঞ্চলীয় তেল সমৃদ্ধ শহর ব্রেগা ও আজদাবিয়ার কাছাকাছি অবস্থানরত বিদ্রোহীদের ওপর বৃহস্পতিবার ওই হামলা চালায় ন্যাটো। এতে ১৩ বিদ্রোহী নিহত ও অনেকে আহত হয় বলে স্থানীয় চিকিৎসকের বরাত দিয়ে জানায় বিবিসি।
এর আগে ন্যাটো বাহিনীর কমান্ডার এ ঘটনায় ক্ষমা চাইতে অস্বীকৃতি জানান।
তিনি বলেন, বৃহস্পতিবারের ঘটনার আগ পর্যন্ত ন্যাটোর জানা ছিলো না যে বিদ্রোহীরা ট্যাংক ব্যবহার করতে শুরু করেছে।
তিনি আরো বলেন, জনগণের ওপর গাদ্দাফির অনুগত বাহিনীর ট্যাংক থেকে গোলা বর্ষণ চলছে এমনটিই আমরা আগে দেখে এসেছি। গতকাল পর্যন্তও আমাদেও জানা ছিলো না যে বিদ্রোহী পক্ষও লড়াইয়ে ট্যাংক মাঠে নামাতে শুরু করেছে। এ ব্যাপাওে আমরা কোনো তথ্য পাইনি।
"আমি ক্ষমা চাইছি না।" সাংবাদিকদের বলেন তিনি।
ন্যাটো বিমান হামলায় হতাহতের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় বিদ্রোহীরা।
বেসামরিক মানুষ ও বিদ্রোহীদের রক্ষায় পরিচালিত পশ্চিমা অভিযানে বিদ্র্হোী নিহত হওয়ার তৃতীয় ঘটনা এটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এলকিউ/এএইচ/০০৩০ ঘ.