ওপেক প্লাসের তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় সৌদি আরব মস্কোর ‘আজ্ঞাবহ’ হয়ে কাজ করছে বলে অভিযোগ ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রের।
Published : 15 Oct 2022, 02:40 PM
ইউক্রেইনকে ৪০ কোটি ডলারের ত্রাণ সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব।
দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এসপিএ-র বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এসপিএ জানায়, শুক্রবার ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ফোন করেছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
এ সময় যুবরাজ মধ্যস্থতার প্রচেষ্টা চালিয়ে যাওয়া ও যুদ্ধের তীব্রতা হ্রাস করার ক্ষেত্রে সব ধরনের উদ্যোগে সমর্থন জানানোর বিষয়ে সৌদি আরবের প্রস্তুত থাকার বিষয়টি তুলে ধরেন বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি।
সম্প্রতি সৌদি আরবের নেতৃত্বাধীন বিশ্বের তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেক প্লাস তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্ত গ্রহণ করছে, যা নিয়ে ঘোর আপত্তি জানিয়েছে যুক্তরাষ্ট্র।
ইউক্রেইনে মস্কোর সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় পশ্চিমা দেশগুলো রাশিয়ার তেলের দাম বেঁধে দিয়ে তাদের শাস্তি দেওয়ার চেষ্টা করে, এতেও আপত্তি তুলে সৌদি আরব।
এসবের প্রতিক্রিয়ায় সৌদি আরব মস্কোর ‘আজ্ঞাবহ’ হয়ে কাজ করছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।
এমন এক পরিস্থিতিতেই জেলেনস্কিকে ফোন করলেন সৌদি যুবরাজ এবং ইউক্রেইনকে বড় অঙ্কের ত্রাণ সহযোগিতা দেওয়ার ঘোষণা দিল তার দেশ সৌদি আরব।
আরও পড়ুন:
ওপেক প্লাসের সিদ্ধান্ত বিশ্বকে মন্দায় ঠেলে দিতে পারে: আইইএ
ওপেক প্লাসের তেল উৎপাদন কমানো ‘পুরোপুরি অর্থনৈতিক’: সৌদি আরব
বাইডেন-সৌদি রাজপরিবারের দূরত্ব বাড়ছে, দেখাচ্ছে ওপেক প্লাস এর সিদ্ধান্ত