পাকিস্তানের সাবেক স্বৈরশাসক পারভেজ মোশাররফের মৃত্যু

১৯৯৯ সালের অক্টোবরে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা নিয়েছিলেন তিনি।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2023, 06:37 AM
Updated : 5 Feb 2023, 06:37 AM

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল (অব.) পারভেজ মোশাররফ চিকিৎসাধীন অবস্থায় দুবাইয়ের একটি হাসপাতালে মারা গেছেন।

রোববার তার পরিবার ৭৯ বছর বয়সী সাবেক এ স্বৈরশাসকের মৃত্যুর খবর নিশ্চিত করে বলে জানিয়েছে জিও টিভি।

অসুস্থতাজনিত কারণে দুবাইয়ের আমেরিকান হাসপাতালে তার চিকিৎসা চলছিল।

১৯৪৩ সালের ১১ অগাস্ট ব্রিটিশ শাসনাধীন ভারতের দিল্লিতে জন্ম নেওয়া পারভেজ মোশাররফ ১৯৬১ সালের ১৯ এপ্রিল পাকিস্তানের কাকুলের সামরিক একাডেমি থেকে কমিশন পান।

এরপর তিনি স্পেশাল সার্ভিস গ্রুপে যোগ দেন।

সাবেক এ সামরিক শাসক ১৯৬৫ সালে ভারতের সঙ্গে এবং ১৯৭১ সালে বাংলাদেশের সঙ্গে যুদ্ধে অংশ নেন।

১৯৯৮ সালে তিনি জেনারেল পদে পদোন্নতি পান, নেন চিফ অব আর্মি স্টাফের দায়িত্ব।

পরের বছরের অক্টোবরে এক সেনা অভ্যুত্থানের মাধ্যমে তিনি দেশের ক্ষমতা গ্রহণ করেন।

এরপর ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্টেরও দায়িত্ব পালন করেন তিনি।

নওয়াজ শরীফ ক্ষমতায় ফিরলে ২০১৩ সালে মোশাররফের বিরুদ্ধে মামলা হয়; মামলায় ২০০৭ সালে তার সংবিধান স্থগিত করে জরুরি অবস্থা জারিকে অবৈধ ঘোষণা করে তাকে রাষ্ট্রদ্রোহের অপরাধে মৃত্যুদণ্ড দেয়।

অবশ্য মামলার বিচারকাজ চলাকালেই অসুস্থতাকে কারণ দেখিয়ে মোশাররফ সংযুক্ত আরব আমিরাত চলে যান। মৃত্যু পর্যন্ত তিনি সেখানেই ছিলেন।